নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে : দুলু

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে ছাত্ররা গণতন্ত্র প্রতিষ্ঠা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে ভোটের অধিকারের জন্য দেশের মানুষ দীর্ঘ ২০ বছর ধরে অপেক্ষায় ছিল। ফ্যাসিস্টকে বিদায় করে ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজকে কৃতজ্ঞতা জানাই। আজকে জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে নাটোরের রাজবাড়ীতে পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর (পিএসসিএন) আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জাতীয় নির্বাচনকে কালক্ষেপণের মাধ্যমে পিছিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে যদি গণতন্ত্র ও ভোট নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমরা তার মোকাবেলা করবে। কারণ তোমাদের রক্তের বিনিময়ে এই অর্জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, পিএসসিএনের সভাপতি শাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র নেতা জনি প্রামাণিক প্রমুখ।

এর আগে, সকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত মেধাবীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, নাটোরে গত ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। ফ্যাসিবাদি সরকারের বিনা ভোটের এমপিরা নাটোরকে দুর্নীতি-লুটপাট করে গিলে খেয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নাটোরে একটি পাবলিক ইউনিভার্সিটি ও একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বারী, প্রমুখ।

এসএন 

Share this news on: