শুনতে অদ্ভুত হলেও বাস্তাবে তাই। চিনে ১৮ বছর বয়সী এক মেয়ে টাকার অভাবে টয়লেট ভাড়া নিয়ে সেখানেই বসবাস করছেন। তার নাম ইয়াং। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় তিনি এমনটি করেছেন।
জানা যায়, ইয়াং প্রতি মাসে মাত্র ৫ পাউন্ড (প্রায় ৫৮৮ টাকা) ভাড়ায় এই টয়লেটটি ভাড়া নিয়ে ঘর হিসেবে ব্যবহার করছেন। টয়লেটেই রান্না করেন, সেখানে ঘুমান। সেই চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তা দেখে সবাই অবাক।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ইয়াং ঝুঝুতে একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন। যেখানে তিনি মাসিক বেতন পান ৩১ হাজার ৭৭৬ টাকা। যা শহরের গড় (৮৮,২৬৬ টাকার) আয়ের চেয়ে অনেক কম। স্থানীয় বাড়ি ভাড়া ৯,৪১৫ টাকা থেকে ২১,১৮৪ টাকা ইয়াং তা সামলাতে পারছেন না। যে কারণে প্রতি মাসে ৫৮৮ টাকায় ছয় বর্গমিটার আয়তনের একটি টয়লেটে বসবাস করছেন ইয়াং।
এই তরুণীর আয়ের আরও একটি উৎস হল চিনের এক সোশ্যাল মিডিয়া। নিজের দৈনন্দিন জীবনের ভিডিও তৈরি করে এই প্ল্যাটফর্মে পোস্ট করে ভালো টাকা আয় করেন।
প্রতিবেদন অনুসারে, প্রতি মাসে প্রায় ৩১৭ পাউন্ড তথা প্রায় ৩৪,৫৭০ টাকা আয় করেন মেয়েটি। তার মধ্যে খরচ হয় মাত্র ৪২ পাউন্ড বা প্রায় ৪,৫৮০ টাকা। মজার বিষয় হলো এই টয়লেটটি দিনের বেলায় গ্রাহক এবং কর্মচারীরাও ব্যবহার করেন। কিন্তু মেয়েটির এতে কোনও সমস্যা হয় না। এই সময় নিজের জিনিসপত্র গুছিয়ে রাখেন তিনি।
ইয়াংয়ের দাবি এইভাবে তিনি অনেক টাকা সাশ্রয় করতে পারেন। কারণ চিনে বসবাসের জন্য ফ্ল্যাট এবং বাড়ির ভাড়া অনেক। তাই এক প্রতিবেদন অনুসারে জানা গেছে, মেয়েটি আয়ের বেশিরভাগ অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, তাই এ ভাবেই দিন পার করছেন। তিনি ভবিষ্যতে একটি ভালো বাড়ি এবং গাড়ি কেনার জন্য এমন কঠিন জীবন যাপন করছেন।
ছোট্ট এই বাড়িতে নিজের জামাকাপড়, ভাঁজ করা বিছানা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সুসংগঠিতভাবে গুছিয়ে রেখেছেন তিনি। এখানেই এক দিকে কাপড় পরিষ্কার করেন এবং কাপড় শুকানোর জন্য বিল্ডিংয়ের ছাদে বিছিয়ে দেন। রান্নার জন্যও রয়েছে দারুণ ব্যবস্থা। টয়লেট এমনভাবে পরিষ্কার রাখেন, যাতে কোনও ময়লা বা দুর্গন্ধ না থাকে।
এফপি/এস এন