টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগুনে বোলিং করেন জ্যাকব ডাফি। তার অবিশ্বাস্য পারফরম্যান্স ও টিম সেইফার্টের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারায় নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়েও অবশ্য সতীর্থ সেইফার্টের কাছে সিরিজ সেরার পুরস্কার হারিয়েছেন ডাফি। তবে এবার আইসিসির কাছ থেকে বড় সুখবরই পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো টি-টোয়েন্টির শীর্ষ বোলার হয়েছেন ৩০ বছর বয়সী পেসার। এতে নতুন রাজা পেল সংক্ষিপ্ত সংস্করণ।দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পাওয়া ডাফির বর্তমানে রেটিং ৭২৩। শীর্ষে উঠতে এগিয়েছেন চার ধাপ।

তাকে জায়গা দিতে চূড়া থেকে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। শুধু আকিল নন, এক ধাপ করে ধারাবাহিকভাবে নেমে গেছেন বরুণ চক্রবর্তী, আদিল রশিদ, হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা। বাংলাদেশের হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। ১৯ নম্বরে থাকা লেগস্পিনার রিশাদের বিপরীতে ১৫ নম্বরে আছেন পেসার তাসকিন।

২০১৮ সালের পর আবারো নিউজিল্যান্ডের কোনো বোলার যেকোনো সংস্করণে শীর্ষে উঠল। ডাফির আগে যিনি শীর্ষে ছিলেন সেই ইশ সোধিও অবশ্য টি-টোয়েন্টিতেই ছিলেন। পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সিরিজে ডাফির মতো তিনিও সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন। যার পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন কিইউ লেগস্পিনার।সুখবর পেয়েছেন সিরিজ সেরা সেইফার্টও।

২৪৯ রানের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন ওপেনার। ৭০৮ রেটিংধারী ব্যাটারের উন্নতি হয়েছে ৫ ধাপ। বর্তমানে ৮ নম্বরে আছেন ৩০ বছর বয়সী ব্যাটার। তাকে জায়গা দিতে এক ধাপ নিচে নেমেছেন বাবর আজ। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। যথারীতি ৮৫৬ রেটিং নিয়ে চূড়ায় আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড।

সেইফার্টের দুই সতীর্থ ফিন অ্যালেন ও জিমি নিশামেরও উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে জায়গা পাওয়া অ্যালেনের বিপরীতে ১৪ ধাপ উন্নতি হওয়া নিশাম আছেন ৩০ নম্বরে। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ ১৮ নম্বরে কোনো রদবদল নেই। ২৫২ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।


এমআর/এসএন


Share this news on: