জুলাই-আগস্ট বিপ্লবকে ভুলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লব বিস্মৃতির ফলে দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের স্পিরিট হচ্ছে অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু কেউ কেউ এ স্পিরিট ভুলে গিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতা লোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসেবে আবির্ভূত ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তা কখনো সফল হবে না। আবারও দেশপ্রেমিক সৎ ও খোদাভিরু, নির্ভীক, তাকওয়ার গুণাবলী সম্পন্ন ছাত্র-জনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে রক্তদান ও শহীদ হতে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, যাদের রক্ত ও আত্মদানের ফলে আজ মুক্ত বাংলাদেশে কথা বলছেন, ক্ষমতার চেয়ারে বসে আছেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। আর যদি ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী করেন, তাহলে শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের পতনের চাইতেও কঠিন ভাগ্যবরণ করতে হবে। ইতিহাস এটাই বলে, এটাই সত্য।

শিবির সভাপতি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। ছাত্রশিবির শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে প্রশাসন নিষিদ্ধ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে শিবির নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছিল। গত বছর ইফতার নিষিদ্ধ করতে গিয়ে সব বিশ্ববিদ্যালয় গণইফতার আয়োজনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিট তৈরি হয়েছিল। বিগত আওয়ামী শাসনামলের ইফতার ও ঈদ আর ৫ আগস্টের পর এবারের ইফতার ও ঈদ অনুষ্ঠানের পার্থক্য নিশ্চয়ই জনগণ বুঝতে পেরেছে।

নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুয়াদের সভাপতিত্বে সেক্রেটারি মিছবাহুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ বেলায়েত হোসাইন, সেক্রেটারি মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মাদ্রাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আবির, নোয়াখালী জেলা ছাত্রশিবির দক্ষিণের অফিস সম্পাদক গোলাম আজম টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল হোসেন সম্রাট প্রমুখ।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার Apr 09, 2025
img
বুধবার যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে Apr 09, 2025
img
ধারের চিকিৎসক দিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ চালানো হচ্ছে Apr 09, 2025
১০ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত Apr 09, 2025
মাকে জামায়াত রুকন অপবাদ, বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন Apr 09, 2025
সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ক্ষোভ মমতার Apr 09, 2025
শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা আমাদের নেই ট্রাম্পের Apr 09, 2025
অবশেষে পরমাণু চুক্তি করতে সরাসরি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইরান Apr 09, 2025
সত্যের পথে রাসূল (সা.) এর কথা Apr 09, 2025
ফের গাজা খালি করতে বললেন ট্রাম্প Apr 09, 2025