কখনো ৪০-৫০ হাজার টাকার শাড়ি কিনে পরিনি : রুনা লায়লা

শুধুমাত্র বাংলাদেশেই নয়, উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বহু ভাষায় প্রায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। কোটি কোটি সংগীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে।
 
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোনালাপেও উঠে আসে রুনা লায়লার প্রসঙ্গ। কিংবদন্তি এই সংগীতশিল্পীকে পাকিস্তানে আমন্ত্রণও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

ব্যক্তিজীবনেও রুনা লায়লা বরাবরই মুগ্ধতা ছড়িয়েছেন। তার ফ্যাশন সচেতনতাবোধ আশির দশক থেকে শুরু করে বর্তমান সময়েও সর্বমহলে অনুকরণীয় হয়ে থেকেছে। কখনোই চাকচিক্য বা দামি পোশাকের প্রতি আগ্রহবোধ করেননি রুনা।
 
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে নিজের সংগীতের বাইরের জীবন নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তার ফ্যাশন সচেতনতার চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি বিলাসবহুল পোশাকের প্রতি কখনো মোহ কাজ করেনি বলেও জানালেন তিনি।

রুনা লায়লার ভাষায়, ‘আমি কখনো ৪০ হাজার, ৫০ হাজার টাকার শাড়ি কিনিনি। অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না। কম টাকার কাপড় কিনে বাকি টাকাটা অন্যকে দিয়ে সাহায্য করতে পারলেই আনন্দ পাই। এখনো খুব দামি কাপড় পরি না। যেগুলো পরি, সেগুলো অত দামি না কিন্তু মনে হয় অনেক দামি।’
 
প্রসঙ্গভেদে একটি মজার স্মৃতি উল্লেখ করে এই সংগীতশিল্পী বলেন, ‘আমার মেয়ে তানির বাগদান অনুষ্ঠানে একটা শাড়ি পরেছিলাম। সবাই দেখে বলল, খুব সুন্দর শাড়ি, নিশ্চয়ই খুব দামি। বললাম, দামি না খুব। শুনে সবারই আগ্রহ বেড়ে গেল, কত দাম? বললাম, পনেরো শ রুপি। দাম শুনে সবাই অবাক, হতেই পারে না। আপনি বানিয়ে বলছেন। পনেরো শ রুপির শাড়ি আপনি পরবেন! দেখে মনে হচ্ছে পনেরো হাজার টাকার শাড়ি।’
রুনা লায়লার ফ্যাশন সচেতনতা দেখে মুগ্ধ হয়েছিলেন কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষও।

তিনি বলেন, ‘স্টার জলসার জনপ্রিয় টক শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে কলকাতার প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একবার আমার কাছে জানতে চেয়েছিল, আমার ফ্যাশন স্টাইলগুলো কীভাবে আমি ক্রিয়েট করতাম। বলেছিলাম, এটা আমি সচেতনভাবে করিনি। আমি সাধারণ পোশাকই পরতাম।’

রুনা লায়লার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামীর মতো প্রখ্যাত শিল্পীরা। ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন তিনি।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশবাসীকে শক্ত থাকার পরামর্শ ট্রাম্পের Apr 07, 2025
img
বনানীতে নিরাপত্তা কর্মী নিহত: চাপা দেওয়া গাড়ি উদ্ধার Apr 07, 2025
img
থাইল্যান্ডে রুপা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন সাঁতারু রাফি Apr 07, 2025
img
২৬ ম্যাচ পর পরাজয়ের স্বাদ নিল লিভারপুল Apr 07, 2025
বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ইতিবাচক দেখছে সরকার Apr 07, 2025
চায়ের দোকানে বিল দেয়া নিয়ে যা ঘটলো Apr 07, 2025
আ"সা"মি পক্ষের আইনজীবী যে দাবি করেন? Apr 07, 2025
শুল্ক প্রত্যাহারে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Apr 07, 2025
আইপিএলে এক ওভারে দুই হাতে বল করে রেকর্ড গড়লেন কামিন্দু মেন্ডিস Apr 07, 2025
img
দূতাবাসের বারবার স্থান পরিবর্তনে বিরক্ত মালয়েশিয়া প্রবাসীরা Apr 07, 2025