বনানীতে নিরাপত্তা কর্মী নিহত: চাপা দেওয়া গাড়ি উদ্ধার

রাজধানী ঢাকার বনানীতে ঈদের আগের রাতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত বেসরকারি নিরাপত্তাকর্মী দীন মোহাম্মদ (৫০)–এর মৃত্যুর ঘটনায় চাপা দেওয়া গাড়িটি জব্দ করেছে পুলিশ।

গত রোববার (৬ এপ্রিল) বনানী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে আমরা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছি।

মামলা সূত্রে জানা যায়, ৩০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বনানীর ১২ নম্বর রোডে একটি জুতার দোকানে দায়িত্ব পালন করছিলেন দীন মোহাম্মদ।

রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি করান। তবে অবশেষে ৩১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।

পরে নিহত দীন মোহাম্মদকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে দাফন করা হয়।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না দিলেও, তার কর্মস্থল ম্যাক্স সিকিউর লিমিটেডের পক্ষ থেকে সহকারী ব্যবস্থাপক (অপারেশন) মনির বাদী হয়ে ৫ এপ্রিল (শুক্রবার) রাতে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, আমরা মামলা গ্রহণ করেছি এবং তদন্ত চলছে। দ্রুতই দোষীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরএ

Share this news on:

সর্বশেষ