সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা

বলিউডে প্লেবয় হিসেবে পরিচিত রণবীর কাপুর। আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কের আগে বহু সুন্দরীর সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে এখন এসব থেকে দূরে সরে গিয়ে, তিনি একজন ভালো বাবা এবং স্বামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

কারিনা কাপুরের একটি শোয়ে এসে এরকম জানিয়েছিলেন রণবীর। যা শুনে কারিনাও খুলেছিলেন ব্যক্তিজীবনের ঝাপি। জানিয়েছেন, সাইফ আলী খান একটি রাতও কাটাননি তার সঙ্গে।

ওই অনুষ্ঠানে রণবীর জানায়, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর।

তার কথায়, “আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।”

তাতেই আক্ষেপ ঝড়ে পড়ে কারিনার। তিনি সাইফকে নিয়ে বলেন, “তার মানে তুমি স্বামী হিসাবে খুবই ভালো। অথচ সাইফকে দেখ। একটা রাতও সে আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।”

এদিকে রণবীরের কথাগুলো শুনে তার প্রতি মুগ্ধ অনুরাগীরা। ভাসিয়েছেন প্রশংসায়। কারও মন্তব্য, “বিয়ের পরে সত্যিই বদলে গিয়েছে রণবীর।”যদিও সেসবের কোনো উত্তর দেননি রণবীর-কারিনা। 

আরএ/টিএ

Share this news on: