নিশোর মুখে শাকিবের প্রশংসা, যা বলছে নেটিজেন

ঈদুল ফিতরে যখন বরবাদ আর দাগি সিনেমা নিয়ে শাকিব আর নিশো মুখোমুখি তখন অনেকেই ভেবেছিলো তাদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হতে চলেছে। এরইমধ্যে আবার আফরান নিশো শাকিব খানকে নিয়ে করেছেন দারুণ প্রশংসামূলক এক মন্তব্য।

আজ (বৃহস্পতিবার) একটি ফটোকার্ড শেয়ার করেছেন ‘দাগি’ সিনেমার নায়িকা তমা মির্জা। সেখানে নিশো বলছেন, ‘দীর্ঘ সময় শাকিব খান ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে তিনি সবার কাছ থেকে এতোটুকু সম্মান তো ডিজার্ভ করেনই। আমার কাছে তিনি সব সময় সম্মানের তুঙ্গেই থাকবেন।’

এই মন্তব্য শুনে মোটামুটি কলিজা ঠাণ্ডা হয়েছে শাকিবিয়ানদের। অনেকেই নিশোরও প্রশংসা করেছেন মন্তব্যের ঘরে। কেউ আবার শাকিব-নিশোকে একসঙ্গে সিনেমা করার দাবী জানিয়েছেন। একজন লিখেছেন, ‘শুভ বুদ্ধির উদয় হয়েছে, ধন্যবাদ নিশো ভাই।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিশোকেও পছন্দ করি! নিশোর নাটক আমি প্রচুর দেখতাম! যখনি দেখলাম নিশো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু বাজে কথা বলছিলো তখন থেকে নিশোকে আর পছন্দ করতাম না! অবশেষে নিশো তার ভুল বুজতে পেরেছে! বাংলাদেশে মেগাস্টার একটাই! সেটা হলো শাকিব খান!’

অন্য একজন লিখেছেন, ‘শাকিব খানকে নিয়ে কথা বললেই সে শাকিবিয়ান না। একটি চক্র আছে যারা চায় না এদের (শাকিব খান ও আফরান নিশো) মধ্যে সুসম্পর্ক হোক। তারা শাকিব খানকে পচাবে নিশোর ফ্যান হয়ে, তারা নিশোকে পচাবে শাকিব খানের ফ্যান হয়ে। তারা আসলে সিনেমার বিরুদ্ধে, সেটাকে ধংস করাই তাদের কাজ। এবার আসি আরফান নিশোকে নিয়ে, একজন মানুষ সম্পর্ক ঠিক করতে চাইলে, তাকে খারাপ বলার সুযোগ নেই। যে যাই বলুন, শাকিব-নিশো এক মুভিতে হলে, টিকেট পাওয়া যাবে না বাংলাদেশে। হরতাল লেগে যাবে। বাংলা মুভির উন্নতি হোক’

আরেকজন নেটিজেন লিখেছেন, ‘সবাই মিলে বাংলার চলচিত্রকে গ্লোবালি প্রেজেন্ট করার মুখ্য সময়.... জয় হোক সবার, জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

এসএম/টিএ

Share this news on: