ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) হওয়া এই বৈঠকে নানামুখী আলোচনা করছেন তারা। এসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে মোদীকে আহ্বান জানিয়েছেন ড ইউনুস। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে গঙ্গা পানি বণ্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রধান উপদেষ্টার নানা আলোচনা হয়েছে।
বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা চুক্তি ও বাণিজ্যিক বিষয়। ভারতের সামনে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বার্থ সংস্লিস্ট সবগুলো বিষয় তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।
তিস্তার পানি বন্টর নিয়েও কথা বলেছেন ড মুহাম্মদ ইউনূস। পুনরায় পানি চুক্তি নবায়নের ব্যাপারেও দুদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সর্বোপরি মোদী ইউনুস বৈঠকটি বাংলাদেশের জন্য সফল হিসেবেই দেখছেন তিনি। তবে, ভারত এ বৈঠক সম্পর্কে এখনও কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হলো নরেন্দ্র মোদির। এর আগেও দুই রাষ্ট্র প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। তখন দিল্লি কোন জবাব না দিলেও বিমসটেক সম্মেলনের ফাঁকে আলোচনায় বসতে রাজি হয় দুদেশ।