ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয় : মোদি

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে; কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়।’

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যাঙ্ককে ৪০ মিনিটের বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত আলোচনা তুলে ধরে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধের অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সংবাদমাধ্যমে উসকানিমূলক মন্তব্য করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, তিনি আপনার দেশে থাকাকালে এই ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।’

প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে উত্তেজনার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ি করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে; কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়।’

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মার্চ ফর গাজায় থাকবে বিশেষজ্ঞ মেডিকেল টিম, বিনামূল্যে মিলবে সেবা Apr 12, 2025
img
সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই : আবদুল আউয়াল মিন্টু Apr 12, 2025
img
ইনিগো মার্তিনেসকে খেলানোয় শাস্তি পাচ্ছে না বার্সেলোনা Apr 12, 2025
img
উদ্বোধনী ম্যাচেই রিশাদকে ছাড়া বড় ব্যবধানে হেরেছে লাহোর Apr 12, 2025
img
ক্রিকেটে অবদানের স্বীকৃতি, নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন Apr 12, 2025
img
আইপিএল ইতিহাসে এমন লজ্জার দিন আর আসেনি চেন্নাইয়ের Apr 12, 2025
img
ইলন মাস্কের বিরুদ্ধে মামলা Apr 12, 2025
img
রংধনু গ্রুপের হেড অব মিডিয়া সাইফুল ইসলাম আটক Apr 12, 2025
img
শোভাযাত্রার আসল নামে ফেরার অনুরোধ জুলকারনাইন সায়েরের Apr 12, 2025
img
পরিত্যক্ত হল ভাড়া নিয়ে শাকিবের ছবি চালালেন রাজমিস্ত্রী Apr 12, 2025