কমেছে শাকিবের ‘বরবাদ’র শো, বেড়েছে নিশোর ‘দাগি’র

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।

ঈদের দিন থেকে শুরু করে ঈদের চতুর্থ দিন পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সে সরজমিনে ঘুরে দেখা গিয়েছে বিদেশি সিনেমার চেয়ে দর্শকদের।

এদিকে, এবার দুই একটি ছাড়া প্রতিটি সিনেমাই তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। এরই মধ্যে জানা গেলো, স্টার সিনেপ্লেক্সে কমেছে ‘বরবাদ’ সিনেমার শো, বেড়েছে ‘দাগি’র শো।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার শো ছিল ৩৪টি। পঞ্চম দিন থেকে শো চলবে ২৬টি। ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে ‘দাগি’ সিনেমার শো ছিল ২১। পঞ্চম-দিন থেকে ‘দাগি’ সিনেমার শো চলবে ২৪টি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ঈদের সিনেমার মধ্যে প্রায় সবগুলোই ভালো চলছে। শো বাড়া-কমার বিষয়টি নির্ভর করে দর্শকের ওপর। দর্শকের চাপ বাড়লে শো বাড়ে আবার চাপ কমলে শো কমে। শো কমা বাড়ার বিষয়টি মুখ্য নয়। আমাদের সব তথ্য ওয়েব সাইটে আছে সবাই সেখান থেকে দেখে নিতে পারেন।

 এমআর/টিএ


Share this news on: