বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ের বকেয়া ভাড়া নিয়ে বিরোধের ফলে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জামালপুর-৫ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ছেলে বাবু মারধরের শিকার হয়েছেন। ঘটনার পর, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক তাঁর ছেলেকে উদ্ধার করতে সেখানে উপস্থিত হন এবং হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারীদের হুমকি দেন।

এ ঘটনা মঙ্গলবার রাতে ঘটে, এবং পরবর্তী দিন বৃহস্পতিবার রাতে এর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক পিস্তল হাতে হামলাকারীদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

এদিকে, বাবুর মারধরের জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলকে দায়ী করা হয়েছে। সাবেক উপমন্ত্রী সিরাজুল হক জানান, তাঁর ছেলের কাছে ১ কোটি ২০ লাখ টাকা ভাড়া পাওনা ছিল, এবং ভাড়া চাইতে গেলে তাঁকে মারধর করা হয়।

এ বিষয়ে সাবেক উপমন্ত্রী বলেন, তিনি নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিলেন, কারণ সরকার তাঁকে নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স দিয়েছে। তিনি বলেন, তার ছেলেকে মারধর করার ঘটনায় জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ লোটন কোন প্রতিবাদ করেননি, যা তাকে হতাশ করেছে।

এ ঘটনার পর, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এ বিষয়টি পারিবারিক সমস্যা বলে উল্লেখ করেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন বলেন, সাবেক উপমন্ত্রীর দাবির প্রতি সম্মান রয়েছে, তবে তাঁর ব্যবহার সঠিক ছিল না।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
শনিবার কী ঘটতে চলেছে, জেনে নিন রাশিফলে Apr 12, 2025
img
ঢাকার মঞ্চ মাতানো হলো না পাকিস্তানি শিল্পীর, আয়োজক লাপাত্তা Apr 12, 2025
img
ঢাবির চারুকলায় চলছে পহেলা বৈশাখের জোর প্রস্তুতি Apr 12, 2025
img
যেমন হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ শিক্ষা কার্যক্রম Apr 12, 2025
img
ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন নায়িকা Apr 12, 2025
img
বাণিজ্যযুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প Apr 12, 2025
কলকাতার শিল্পীদের প্রাধান্য দিতে গিয়ে কি উপেক্ষিত হচ্ছেন এ দেশের শিল্পীরা? Apr 12, 2025
img
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা Apr 12, 2025
img
বনানীর হোটেলে মাদকবিরোধী অভিযান, নৃত্যপরিচালক সাইফুল গ্রেফতার Apr 12, 2025
img
অভ্যুত্থানের পর বিপ্লবের নামে একটা ধান্দাবাজ প্রজন্ম তৈরি হয়েছে: নুরুল হক নুর Apr 12, 2025