কুয়াকাটা সৈকত দখল করে মার্কেট

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতঘেঁষা মার্কেটটি একসময় টাইলস মার্কেট নামে পরিচিত ছিল। নিচতলায় রয়েছে ৪০-৫০টি দোকান। অনেক আগেই এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে কার্যক্রম। শুধু তাই নয়, সৈকত দখল করে মার্কেটটি সম্প্রসারণ করা হচ্ছে প্রশাসনের নাকের ডগায়ই। টিন আর কাঠের মাচার ওপর ইট-সিমেন্টের ঢালাই দিয়ে দ্বিতীয় তলায় করা হচ্ছে আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট।

অভিযোগ উঠেছে, মার্কেটটির মালিক দাবি করা মো. সাজিদুল ইসলাম হিরু মিয়া নামের এক ব্যক্তি সৈকত দখল করছেন। তবে প্রশাসন ও এলাকাবাসী বলছেন, হিরু মিয়া নিজেকে জমির মালিক দাবি করলেও প্রকৃতপক্ষে মার্কেটের জমি খাস খতিয়ানের। পাশে তাঁদের একটি বন্দোবস্তের জমি ছিল, যা সমুদ্রে বিলীন হয়ে গেছে।

স্থানীয় সূত্র বলেছে, ২০১১ সালে নির্মিত মার্কেটের ফ্লোর টাইলস দিয়ে তৈরি করায় এটি টাইলস মার্কেট নামে পরিচিতি পায়। মার্কেটের মালিক দাবিদার মো. সাজিদুল ইসলাম হিরু মিয়া সরাসরি কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্ট না হলেও যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের ‘ম্যানেজ’ করে নিজের ব্যবসা টিকিয়ে রাখেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে প্রায় ২০০ ফুট লম্বা টাইলস মার্কেটের পশ্চিম পাশটা গিয়ে ঠেকেছে সৈকতের ভেতরে। জোয়ারের পানি মার্কেটে এসে আছড়ে পড়ছে। সেটিকে আরও ২০-৩০ ফুট বর্ধিত করা হচ্ছে। সাগর থেকে বালু তুলে লোহার পাত আর কাঠ দিয়ে তৈরি মার্কেটটি দোতলা করা হচ্ছে। দোতলায় হচ্ছে আবাসিক হোটেল।

নাম প্রকাশ না করার শর্তে মার্কেটের এক দোকানি বলেন, ‘বর্ষায় সাগরের ঢেউ এসে আছড়ে পড়ে মার্কেটের পাশে। এভাবে মার্কেট সম্প্রসারণে পর্যটক ও ব্যবসায়ীরা ঝুঁকিতে পড়েছেন। তা-ও এত দিন যেভাবে ছিল, ভয় কম ছিল। কিন্তু এখন মার্কেটটি আরও বড় করা হচ্ছে। ওপরে ঢালাই দেওয়া হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা গবির মানুষ। এটা নিয়ে কথা বললে আমাদের মার্কেট থেকে নামিয়ে দেবে। ব্যবসা না করলে খাব কী?’

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, কুয়াকাটায় স্থায়ী কোনো মার্কেট না থাকায় এই মার্কেট কিছুটা হলেও পর্যটকদের কেনাকাটার চাহিদা পূরণ করছে। তবে মার্কেটটি ঝুঁকিপূর্ণ। তাই পৌরসভা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। তবে পুরোপুরি সৈকতের মধ্যে তিনি (সাজিদুল ইসলাম হিরু মিয়া) মার্কেটটিকে কীভাবে বর্ধিত করছেন, জানা নেই। এতে সৈকতের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে সাজিদুল ইসলাম হিরু মিয়া বলেন, ‘এই জমির মালিক আমি, আমার জমির অনেকাংশ সমুদ্রের মধ্যে রয়েছে। এটা নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক হয়েছে, আবারও হবে। আর এই স্থাপনা ঝুঁকিপূর্ণ নয়, প্রকৌশলীর পরামর্শ নিয়ে কাজ করা হয়েছে।’

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘এই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমি এখানে নতুন যোগদান করেছি। তাই কাগজ হাতে না পেয়ে বিস্তারিত বলতে পারছি না। আগামী রোববারের মধ্যে পেপারস হাতে পেয়ে বিস্তারিত জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমুদ্রসৈকতের মালিক একমাত্র সরকার। এখানে ব্যক্তিমালিকানার কোনো সুযোগ নেই। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার কার্যকরী সদস্য মেজবাহ উদ্দিন মাননু আজকের পত্রিকাকে বলেন, ‘যতদূর জানি, ২০১১ সালের উচ্চ আদালতের রায়ে উল্লেখ রয়েছে—বেড়িবাঁধের বাইরে এ ধরনের স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। মূলত প্রশাসনের উদাসীনতার কারণেই তারা এই সাহস পাচ্ছে। এটি সৈকতের জন্য মারাত্মক হুমকি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তামিল ভাষা শিখছেন রাহুল দেব বসু, দক্ষিণী ছবির ইঙ্গিত? Jul 02, 2025
img
তিন বছরের মাথায় আলাদা পথে দীপশ্বেতা-কৌশিক, কেন এই সিদ্ধান্ত? Jul 02, 2025
img
সকালে খালি পেটে ছোলা খেলে যেসব উপকার মিলবে Jul 02, 2025
img
শরীয়তপুরে বিয়ের দাবিতে এনজিওকর্মীর বাড়িতে তরুণীর অনশন Jul 02, 2025
img
জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ Jul 02, 2025
img
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন Jul 02, 2025
img
ভোররাতে রহস্যময় ঘটনার সাক্ষী রূপসা চক্রবর্তী, কী দেখলেন ঘুমের ঘোরে? Jul 02, 2025
img
বিশ্বে একাকীত্বে শীর্ষে কিশোরীরা, বলছে ডব্লিউএইচওর নতুন গবেষণা Jul 02, 2025
img
নিহতদের শ্রদ্ধা জানাতে তেহরান দূতাবাসে পাকিস্তান প্রধানমন্ত্রী Jul 02, 2025
img
তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ Jul 02, 2025
img
মুশফিক-রিয়াদের জায়গায় মাঠে নামছেন কারা, জানালেন মিরাজ Jul 02, 2025
img
জনগণের ঐক্যবদ্ধতাই আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখাবে : জোনায়েদ সাকি Jul 02, 2025
img
গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ বিএনপির : মুরাদ Jul 02, 2025
img
চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০ Jul 02, 2025
img
ইসরায়েলে ওপর ক্ষেপণাস্ত্র হামলা Jul 02, 2025
img
টাই ব্রেকিং ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ Jul 02, 2025
img
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২ সিনেমা Jul 02, 2025
img
কলকাতায় নিজের জন্মদিন কীভাবে কাটালেন জয়া আহসান Jul 02, 2025
img
জুলাইয়ে এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান Jul 02, 2025
img
জামায়াতের সঙ্গে জোট ও পিআরে নুরের একমত প্রকাশ Jul 02, 2025