কুয়াকাটা সৈকত দখল করে মার্কেট

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতঘেঁষা মার্কেটটি একসময় টাইলস মার্কেট নামে পরিচিত ছিল। নিচতলায় রয়েছে ৪০-৫০টি দোকান। অনেক আগেই এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে কার্যক্রম। শুধু তাই নয়, সৈকত দখল করে মার্কেটটি সম্প্রসারণ করা হচ্ছে প্রশাসনের নাকের ডগায়ই। টিন আর কাঠের মাচার ওপর ইট-সিমেন্টের ঢালাই দিয়ে দ্বিতীয় তলায় করা হচ্ছে আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট।

অভিযোগ উঠেছে, মার্কেটটির মালিক দাবি করা মো. সাজিদুল ইসলাম হিরু মিয়া নামের এক ব্যক্তি সৈকত দখল করছেন। তবে প্রশাসন ও এলাকাবাসী বলছেন, হিরু মিয়া নিজেকে জমির মালিক দাবি করলেও প্রকৃতপক্ষে মার্কেটের জমি খাস খতিয়ানের। পাশে তাঁদের একটি বন্দোবস্তের জমি ছিল, যা সমুদ্রে বিলীন হয়ে গেছে।

স্থানীয় সূত্র বলেছে, ২০১১ সালে নির্মিত মার্কেটের ফ্লোর টাইলস দিয়ে তৈরি করায় এটি টাইলস মার্কেট নামে পরিচিতি পায়। মার্কেটের মালিক দাবিদার মো. সাজিদুল ইসলাম হিরু মিয়া সরাসরি কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্ট না হলেও যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের ‘ম্যানেজ’ করে নিজের ব্যবসা টিকিয়ে রাখেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে প্রায় ২০০ ফুট লম্বা টাইলস মার্কেটের পশ্চিম পাশটা গিয়ে ঠেকেছে সৈকতের ভেতরে। জোয়ারের পানি মার্কেটে এসে আছড়ে পড়ছে। সেটিকে আরও ২০-৩০ ফুট বর্ধিত করা হচ্ছে। সাগর থেকে বালু তুলে লোহার পাত আর কাঠ দিয়ে তৈরি মার্কেটটি দোতলা করা হচ্ছে। দোতলায় হচ্ছে আবাসিক হোটেল।

নাম প্রকাশ না করার শর্তে মার্কেটের এক দোকানি বলেন, ‘বর্ষায় সাগরের ঢেউ এসে আছড়ে পড়ে মার্কেটের পাশে। এভাবে মার্কেট সম্প্রসারণে পর্যটক ও ব্যবসায়ীরা ঝুঁকিতে পড়েছেন। তা-ও এত দিন যেভাবে ছিল, ভয় কম ছিল। কিন্তু এখন মার্কেটটি আরও বড় করা হচ্ছে। ওপরে ঢালাই দেওয়া হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা গবির মানুষ। এটা নিয়ে কথা বললে আমাদের মার্কেট থেকে নামিয়ে দেবে। ব্যবসা না করলে খাব কী?’

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, কুয়াকাটায় স্থায়ী কোনো মার্কেট না থাকায় এই মার্কেট কিছুটা হলেও পর্যটকদের কেনাকাটার চাহিদা পূরণ করছে। তবে মার্কেটটি ঝুঁকিপূর্ণ। তাই পৌরসভা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। তবে পুরোপুরি সৈকতের মধ্যে তিনি (সাজিদুল ইসলাম হিরু মিয়া) মার্কেটটিকে কীভাবে বর্ধিত করছেন, জানা নেই। এতে সৈকতের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে সাজিদুল ইসলাম হিরু মিয়া বলেন, ‘এই জমির মালিক আমি, আমার জমির অনেকাংশ সমুদ্রের মধ্যে রয়েছে। এটা নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক হয়েছে, আবারও হবে। আর এই স্থাপনা ঝুঁকিপূর্ণ নয়, প্রকৌশলীর পরামর্শ নিয়ে কাজ করা হয়েছে।’

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘এই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমি এখানে নতুন যোগদান করেছি। তাই কাগজ হাতে না পেয়ে বিস্তারিত বলতে পারছি না। আগামী রোববারের মধ্যে পেপারস হাতে পেয়ে বিস্তারিত জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমুদ্রসৈকতের মালিক একমাত্র সরকার। এখানে ব্যক্তিমালিকানার কোনো সুযোগ নেই। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার কার্যকরী সদস্য মেজবাহ উদ্দিন মাননু আজকের পত্রিকাকে বলেন, ‘যতদূর জানি, ২০১১ সালের উচ্চ আদালতের রায়ে উল্লেখ রয়েছে—বেড়িবাঁধের বাইরে এ ধরনের স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। মূলত প্রশাসনের উদাসীনতার কারণেই তারা এই সাহস পাচ্ছে। এটি সৈকতের জন্য মারাত্মক হুমকি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ জাতীয় দলের ২২ কর্মী পিস্তলসহ আটক Nov 24, 2025
img
দুর্নীতি চাওয়া না চাওয়ার মধ্যে ফাঁক রয়েছে : দুদক চেয়ারম্যান Nov 24, 2025
img
দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে: আইন উপদেষ্টা Nov 24, 2025
img
ব্রিসবেনে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত প্যাট কামিন্সের দলে ফেরা Nov 24, 2025
img
১০ বছর প্রেমের পর বিয়ে করছেন ২ কোরিয়ান তারকা Nov 24, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সাক্ষাৎ Nov 24, 2025
img
নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে : অর্থ উপদেষ্টা Nov 24, 2025
img
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা আরো কমবে Nov 24, 2025
img
মরক্কোর প্রধান প্রটোকল কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ Nov 24, 2025
img
জানুয়ারিতে শুরু হচ্ছে ঢাকা চলচ্চিত্র উৎসব Nov 24, 2025
img
পায়ে চোট নিয়ে আবারও শুটিংয়ে ফিরলেন শ্রদ্ধা কাপুর Nov 24, 2025
img
ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি Nov 24, 2025
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা Nov 24, 2025
img
নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান Nov 24, 2025
img
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০০ প্রবাসীর নিবন্ধন Nov 24, 2025
img
ভিয়েতনামে বৃষ্টি ও ভূমিধসে প্রাণ গেল অন্তত ৯০ জনের, নিখোঁজ ১২ Nov 24, 2025
img
কঠিন সময় পেরোতে হনুমান চালীসাই ভরসা রিয়া চক্রবর্তীর Nov 24, 2025
img
ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী গড়তে চায় জার্মানি Nov 24, 2025
img
রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না: অ‍্যাটর্নি জেনারেল Nov 24, 2025
img
লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর Nov 24, 2025