ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ বিল পাশে জামায়াতের নিন্দা

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপের প্রতিবাদে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ প্রকাশ করছি। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাসকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের
সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এই আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, সংশোধনী বিলে ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে—যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয়। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। আমরা মনে করি, রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এই বিল পাশ করা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বর্তমানে ভারতে ২৫ কোটির বেশি মুসলমানের বসবাস। ভারতে হাজার বছরের পুরোনো মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নানা কূটকৌশলে ধ্বংস করা হচ্ছে। মুসলমানদের অন্যতম শরীয়তের বিধান ‘তিন তালাক’ নিষিদ্ধ করা হয়েছে। লাভ ম্যারিজের নামে ধর্মান্তর প্রক্রিয়াকে সীমিত করা হয়েছে। গরুর গোশত রাখার অযুহাতে মুসলমানদের প্রায়ই পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুসলমানদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হচ্ছে। ভারতের বিজেপি সরকারের এসব কর্মকাণ্ডই প্রমাণ করা তারা চরম মুসলিম বিদ্বেষী।’

বিবৃতিতে তিনি বিজেপি সরকারকে এসব কর্মকাণ্ডে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, ‘আমরা ভারতের বিজিপি সরকারকে এসব মুসলিম বিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা ভারতের মুসলমানদের জীবন, সহায়-সম্পত্তিসহ সকল স্বার্থরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নিবে।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, দেশটির লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে। আইন অনুযায়ী, মুসলিম সম্প্রদায়ের দানকরা ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি, এই সংশোধনী স্বচ্ছতা বাড়াবে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
থাইল্যান্ডে রুপা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন সাঁতারু রাফি Apr 07, 2025
img
২৬ ম্যাচ পর পরাজয়ের স্বাদ নিল লিভারপুল Apr 07, 2025
বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ইতিবাচক দেখছে সরকার Apr 07, 2025
চায়ের দোকানে বিল দেয়া নিয়ে যা ঘটলো Apr 07, 2025
আ"সা"মি পক্ষের আইনজীবী যে দাবি করেন? Apr 07, 2025
শুল্ক প্রত্যাহারে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Apr 07, 2025
আইপিএলে এক ওভারে দুই হাতে বল করে রেকর্ড গড়লেন কামিন্দু মেন্ডিস Apr 07, 2025
img
দূতাবাসের বারবার স্থান পরিবর্তনে বিরক্ত মালয়েশিয়া প্রবাসীরা Apr 07, 2025
img
ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু Apr 07, 2025
img
সৌদি স্টক মার্কেট পাঁচ বছরে সর্বোচ্চ আর্থিক ক্ষতির মুখে Apr 07, 2025