পোল্যান্ডের চোখ এখন ইউক্রেনের বন্দরগুলোর দিকে

রাশিয়ার সামরিক শক্তির সামনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের সম্পদের প্রতি এখন শুধু যুক্তরাষ্ট্রের নয়, ইউরোপেরও নজর। পোল্যান্ডের কৃষি ও গ্রামীণ উন্নয়ন উপমন্ত্রী মিশাল কোলোডজিজ্যাক জানিয়েছেন, ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর ওডেসার একটি অংশ শস্য পরিবহনের জন্য পোল্যান্ডের অধীনে থাকা উচিত।

গম, ভুট্টা ও সূর্যমুখী তেল রফতানির জন্য পৃথিবীব্যাপী একটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা। ১৭৯৪ সালে তুর্কি দুর্গের স্থানে রাশিয়ান সাম্রাজ্য বন্দরটি প্রতিষ্ঠা করে।

ইউক্রেনীয়দেরকে ওডেসা বন্দরের একটি ঘাট বিক্রি করা বা ৫০ বছরের জন্য বন্দরটি লিজ নেওয়ার প্রস্তাব করতে চান পোলিশ মন্ত্রী। তিনি চাইছেন, পোল্যান্ডের একটি নিজস্ব শস্য বন্দর থাকুক। শুক্রবার (৪ এপ্রিল) পোলস্যাট নিউজকে তিনি এসব কথা বলেন।

মিশাল কোলোডজিজ্যাক আরও বলেন, ওডেসায় এমন একটি জায়গা পাওয়া যেতে পারে, যেখানে পোলিশ ও ইউরোপীয় শস্য পরিবহন করা হবে। এভাবে কৃষ্ণ সাগরে পোল্যান্ড তার প্রবেশাধিকার নিশ্চিত করতে চায়। তার পরামর্শ, দক্ষিণ-পূর্ব পোল্যান্ড থেকে শস্য রপ্তানির জন্য বন্দরটি ব্যবহার করা যেতে পারে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের যোগদানের পক্ষে নন উপমন্ত্রী মিশাল। তিনি বলেন, আমি ‘ভয়’ পাচ্ছি। কারণ এর পরে কি হবে তা কেউ জানে না। ইউক্রেন যদি ইইউ-তে যোগ দেয়, তাহলে দেশটির নাগরিকদের ১০ বছরের জন্য পোলিশ কৃষিতে বিনিয়োগ করা থেকে নিষিদ্ধ করা উচিত।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্লকে যোগদানের জন্য ইউক্রেন আবেদন করে। ব্রাসেলস ২০২৩ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যোগদানের আলোচনা শুরু করে।

রাশিয়া বারবার ওডেসা বন্দরের অবকাঠামোতে আঘাত হেনেছে। কারণ হিসেবে দেশটি বলে, ইউক্রেনীয় সেনাবাহিনী জলপথটি আত্মঘাতী ড্রোন হামলার জন্য ব্যবহার করছে।

২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনের বন্দর থেকে শস্য জাহাজের নিরাপদ যাতায়াতের অনুমতি দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘ সমর্থিত একটি চুক্তিতে পৌঁছায়। তবে পশ্চিমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থতার অভিযোগ এনে রাশিয়া ২০২৩ সালে ওই চুক্তি থেকে সরে আসে।

রাশিয়া গত মাসে বলেছিল, পশ্চিমারা খাদ্য ও সার রপ্তানিতে জড়িত ব্যাংক ও কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরে আসবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
চমকে দিয়ে পিরামিডের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে রাজীব: মেহজাবীন Apr 06, 2025
img
যে বিশেষ পানীয় পানে দীপিকার ত্বক এত উজ্জ্বল Apr 06, 2025
img
কক্সবাজারে রেল ক্রসিংয়ে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর Apr 06, 2025
img
সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন : নজরুল ইসলাম খান Apr 06, 2025
img
রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত Apr 06, 2025
img
সারা দেশে কর্মসূচি ছাত্রদলের Apr 06, 2025
img
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা Apr 06, 2025
img
ভূমি সেবায় আধুনিক যুগের সূচনা : 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর পথে সরকার Apr 06, 2025
img
ভুলভাবে ডাবের পানি খেলে হতে পারে মৃত্যু! Apr 06, 2025
img
সংস্কার নিয়ে আগামীকাল এবি পার্টির সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন Apr 06, 2025