কক্সবাজারের ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগাঁও থানার ওসি মো. মসিউর রহমান।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বটতলীপাড়া রেল ক্রসিংয়ে সংঘর্ষে আব্দুল ওয়াদেদ নামের আরোহী নিহত হয়।
নিহত আব্দুল ওয়াদেদ (৩৫) জেলার চকরিয়ার উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সওদাগরঘোনা এলাকার আলিম উদ্দিনের ছেলে।
ওসি মশিউর রহমান জানান, কক্সবাজার এক্সপ্রেস ওই এলাকা অতিক্রমকালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএম/টিএ