বলিউড সুপারস্টার অক্ষয় কুমার দিল্লিতে Kesari Chapter 2 এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়ে এক বড় ঘোষণা দিলেন। তিনি জানালেন, Kesari 3 আসছে এবং এবার ছবির কেন্দ্রে থাকবেন শিখ বীর যোদ্ধা হরি সিং নলওয়া।
ইভেন্টে অক্ষয় বলেন, “আমরা হরি সিং নলওয়ার ওপর ছবি বানানোর কথা ভাবছি । আপনারা কী বলেন? এবার সবাইকে পাঞ্জাবের গৌরব দেখাব!”
হরি সিং নলওয়া ছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের সেনাপতি, যিনি আফগান আক্রমণ খাইবার পাসে রুখে দিয়েছিলেন এবং পাঞ্জাব রক্ষা করেছিলেন তার বীরত্ব ও কৌশলে।
Kesari Chapter 2 মুক্তি পাবে ১৮ এপ্রিল, ২০২৫, যেখানে ইতিহাস এবং আদালত যুদ্ধের কাহিনী থাকবে। তবে অক্ষয়ের পরবর্তী ছবি Kesari 3 সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়েছে, যেখানে শিখ বাহিনীর গৌরব এবং ভারতের সাহসিকতার বিজয়গাথা তুলে ধরা হবে।