বিশ্বের সবচেয়ে কঠিন চাকরিগুলোর মধ্যে একটি ধরা হয় মার্কেটিংকে। কারণ এখানে সেলসম্যানদের শুধু পণ্য বিক্রি করলেই হয় না, মানুষকে বুঝিয়েও তা করতে হয়। কিন্তু টার্গেট পূরণ না হলে তাদের পড়তে হয় নানা চাপের মুখে। ভারতের কেরালার কোচির এক বেসরকারি প্রতিষ্ঠানে সেই চাপ পরিণত হয়েছে অমানবিক নির্যাতনে।
একটি বেসরকারি ফার্ম তাদের কিছু সেলসম্যানকে টার্গেট পূরণে ব্যর্থ হওয়ার দায়ে গলায় বেল্ট বেঁধে কুকুরের মতো হাঁটিয়েছে, পশুর মতো করে পানি খাওয়াতে বাধ্য করেছে এবং খেতে দিয়েছে পঁচা ফল। এমনকি তাদের পোশাকও খুলে নেওয়া হয়, যা নির্মমতার চূড়ান্ত নিদর্শন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কেরালার শ্রমমন্ত্রী ভি শিভানকুত্তি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম মনোরমা নিউজ জানায়, ওই প্রতিষ্ঠানে কর্মরতরা মাত্র ৬ থেকে ৮ হাজার রুপির বেতনে কাজ করতেন। চাকরির সময় তাদের বেতন বৃদ্ধির ও প্রমোশনের আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে তা কখনো বাস্তবায়ন হয়নি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ঘটনাটি ফার্মটির কালোর অফিসে ঘটেছে, তবে মালিক তা অস্বীকার করেছেন। জানা গেছে, ওই মালিক যৌন নির্যাতনের একটি মামলায় কিছুদিন আগেই জেল খেটেছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এদিকে স্থানীয় তরুণরা ফার্মটির অফিসের সামনে বিক্ষোভ করেছে, সাধারণ কর্মীদের উপর এমন পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে।
এসএস/এসএন