সৌদি স্টক মার্কেট পাঁচ বছরে সর্বোচ্চ আর্থিক ক্ষতির মুখে

বিশ্ববাজারে চলমান অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ গত রোববার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ করেছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মাধ্যমে। তড়িৎ পতনে তাদাউল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) কমেছে ৬.৭৮ শতাংশ, অর্থাৎ সূচক থেকে ৮০০ পয়েন্টের বেশি উধাও হয়ে গেছে। খবর গালফ নিউজ

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে, এই পতনকে ‘কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের পর সর্বোচ্চ দৈনিক ক্ষতি’ হিসেবে গণ্য করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ব্যাপক বাণিজ্য শুল্ক এবং ভূরাজনৈতিক উদ্বেগ বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ছায়া পড়েছে সৌদি আরবের পুঁজিবাজারেও।

বিশ্ব অর্থনীতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত সৌদি বাজারে এমন পতন বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে স্থিতিশীলতা না ফিরলে সৌদি স্টক মার্কেটে এমন পতন আরও দীর্ঘায়িত হতে পারে।

আরএ

Share this news on: