গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল

ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনায় তাদের সৈন্যরা ভুল করেছে বলে স্বীকার করেছে। ২৩ মার্চ রাফাহর কাছে একটি বহর, যার মধ্যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক গাড়ি ছিল, এই হামলার শিকার হয়েছিল।

প্রথমে ইসরায়েল দাবি করেছিল যে, ওই গাড়ির বহরটি 'সন্দেহজনকভাবে' অন্ধকারে হেডলাইট না জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিল এবং এর সাথে কোনো অনুমোদন বা সমন্বয় ছিল না। তবে নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, গাড়িগুলোর লাইট জ্বালানো ছিল এবং তারা আহতদের সাহায্য করার চেষ্টা করছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত এক প্যারামেডিকসহ অন্তত ছয়জন হামাসের সঙ্গে যুক্ত ছিল, তবে তারা এখনও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। আইডিএফের দাবি, গুলি চালানোর সময় চিকিৎসকরা নিরস্ত্র ছিলেন।

ভিডিওতে দেখা যায়, গাড়িগুলোকে লক্ষ্য করে গুলি চালানো শুরু হলে চিকিৎসকরা তাদের শেষ প্রার্থনা পড়তে থাকেন এবং ইসরায়েলি সৈন্যদের কণ্ঠ শোনা যায় যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসে। এক আইডিএফ কর্মকর্তা জানান, পূর্বে সৈন্যরা হামাস সদস্যদের একটি গাড়িতে গুলি চালায় এবং পরবর্তীতে এই অ্যাম্বুলেন্স বহরটি ঘটনাস্থলে পৌঁছালে সৈন্যরা তাদের সন্দেহজনক মনে করে গুলি চালায়, যদিও তারা কোনো অস্ত্র বহন করছিল না।

ইসরায়েল পরবর্তীতে স্বীকার করেছে যে, তারা প্রথমে যে তথ্য দিয়েছিল তা ভুল ছিল এবং এর জন্য দায়ী করা হয় সৈন্যদের দেওয়া ভুল তথ্যকে। তবে তারা এই ঘটনার একটি 'বিশদ তদন্ত' চালানোর প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ঘটনা ও পরিস্থিতি পরিষ্কার করা যায়। রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৫০ হাজার ৬০০-র বেশি মানুষ নিহত হয়েছেন।


এসএস/এসএন



Share this news on:

সর্বশেষ

img
বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশবাসীকে শক্ত থাকার পরামর্শ ট্রাম্পের Apr 07, 2025
img
বনানীতে নিরাপত্তা কর্মী নিহত: চাপা দেওয়া গাড়ি উদ্ধার Apr 07, 2025
img
থাইল্যান্ডে রুপা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন সাঁতারু রাফি Apr 07, 2025
img
২৬ ম্যাচ পর পরাজয়ের স্বাদ নিল লিভারপুল Apr 07, 2025
বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ইতিবাচক দেখছে সরকার Apr 07, 2025
চায়ের দোকানে বিল দেয়া নিয়ে যা ঘটলো Apr 07, 2025
আ"সা"মি পক্ষের আইনজীবী যে দাবি করেন? Apr 07, 2025
শুল্ক প্রত্যাহারে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Apr 07, 2025
আইপিএলে এক ওভারে দুই হাতে বল করে রেকর্ড গড়লেন কামিন্দু মেন্ডিস Apr 07, 2025
img
দূতাবাসের বারবার স্থান পরিবর্তনে বিরক্ত মালয়েশিয়া প্রবাসীরা Apr 07, 2025