বাতাসের গুণমান সূচক (একিউআই) অনুযায়ী, রবিবার (০৬ এপ্রিল) ভারতের দিল্লি শীর্ষে রয়েছে, যার বায়ুমান ৩২৪। ঢাকার অবস্থান ছিল ৯ম, তবে আজ সকালে ১৫১ বায়ুমান নিয়ে এটি ৫ম অবস্থানে উঠে এসেছে।
বিশ্বের বায়ুদূষণের শীর্ষ পাঁচে থাকা অন্যান্য শহরগুলো হলো:
- নেপালের কাঠমান্ডু (বায়ুমান ২২৯)
- পাকিস্তানের লাহোর (বায়ুমান ২০৪)
- ভিয়েতনামের হ্যানয় (বায়ুমান ১৮৫)
ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই প্রধান দূষণের উৎস, যা শ্বাসতন্ত্র, হৃদ্রোগ এবং ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে বিশুদ্ধ বাতাস হিসেবে গণ্য হয়, ৫১-১০০ সহনীয়, ১০১-১৫০ সতর্কতামূলক এবং ১৫১-২০০ অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়, এবং ৩০০ ছাড়ালে সেটি দুর্যোগপূর্ণ হয়ে পড়ে।
ঢাকায় দীর্ঘদিন ধরে অতিমাত্রায় বাতাস দূষিত হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে এবং সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করেছে। এছাড়া, ইটভাটা, শিল্পকারখানা মালিক এবং সাধারণ মানুষের কাছে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন, এবং পুরোনো যানবাহন রাস্তায় না বের করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএস/এসএন