বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে ভারতীয় মুসলিমরা

বিতর্কিত (সংশোধিত) ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতজুড়ে আন্দোলন করবে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। যতদিন পর্যন্ত এই বিল রহিত না করা হবে ততদিন এ আন্দোলন চলবে বলে জানিয়েছে সংস্থাটি। সব ধর্ম, কমিউনিটিভিত্তিক এবং সামাজিক সংগঠনকে এরসঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছে তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের সমালোচনা করে সংস্থাটি বলেছে এ জোটের সঙ্গে থাকা দল জেডি (ইউ), টিডিপি এবং এলজেপি (রামবিলাশ) পার্লামেন্টে ওয়াকফ বিলে সমর্থন জানিয়েছে। এরমাধ্যমে এ দলগুলো তাদের কথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছে।

‘নিপীড়নমূলক এ সংশোধনী’-র বিরুদ্ধে সংবিধান অনুযায়ী যা যা করা যায় তার সবাই করা হবে বলে মুসলিমদের আশ্বস্ত করেছে সংস্থাটি। এছাড়া এ বিল নিয়ে কোনো মুসলিমকে হতাশাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বিতর্কিত এ ওয়াকফ বিলের বিরুদ্ধে শুধুমাত্র সুপ্রিম কোর্টের দারস্থই হবে না ভারতীয় মুসলিমরা। এটির বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখা হবে। পবিত্র ঈদুল আজহার পর তারা আন্দোলনের দ্বিতীয় ধাপের ঘোষণা দেবেন।

ভারতে ২৫টির বেশি ওয়াকফ বোর্ড রয়েছে। যাদের অধীনে আছে ৮৫ হাজার সম্পত্তি এবং ৯ লাখ একর জমি। মুসলিমরা ধর্মীয় ও অন্যান্য উদ্দেশ্যে যেসব জমি বা সম্পদ দান করেন সেগুলো ওয়াকফ হিসেবে পরিচিত। এই জমি বেঁচা বা কেনা যায় না। আর এগুলোর তদারিক করে থাকে মুসলিমরাই। তবে বিতর্তিক ওয়াকফ বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখার ব্যবস্থা করা হয়েছে। মুসলিমদের আশঙ্কা এরমাধ্যমে তাদের সম্পদ কুক্ষিগত করার পরিকল্পনা করছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

সংশোধনী ওয়াকফ বিলটিতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার ১২৮ সদস্য পক্ষে ভোট দেন। বিপক্ষে দেন ৯৫ জন। এরপর এটি লোকসভায় ২৮৮/২৩২ ভোটে পাস হয়। সবশেষে রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু এটির অনুমোদন দেন। এতে বিতর্কিত এ বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়।
সূত্র: এনডিটিভি

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগের বিচার প্রশ্নে ৪ বিষয়ে একমত হেফাজত ও এনসিপি Apr 09, 2025
img
সুচিত্রার সঙ্গে দেখা করার জন্য যে কাণ্ড ঘটিয়েছিলেন মণীষা Apr 09, 2025
img
কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে গুলি, এক ব্যক্তির প্রাণহানি Apr 09, 2025
img
অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না : ধর্ম উপদেষ্টা Apr 09, 2025
img
পুনরায় বাংলাদেশের কোচ হওয়া নিয়ে যা বলছেন ডোনাল্ড Apr 09, 2025
img
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Apr 09, 2025
img
যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা Apr 09, 2025
img
হঠাৎ ঢাকায় শাবনূর, ছিলেন মাত্র ৮ ঘণ্টা—কী হয়েছিল? Apr 09, 2025
img
কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা Apr 09, 2025
img
দাবি দ্রুত মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের Apr 09, 2025