মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরম বিতরণের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ। এর পরই গ্রুপ দুটির মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে ১০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে যা নিয়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া রোববার সকালে ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/এসএন