‘৫০০ গ্রাম দুধে মেশানো হয় ৫০০ গ্রাম পাম অয়েল’

সাতক্ষীরার সদরের ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে ভেজাল দুধ ও ঘি তৈরির গোপন কারখানায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়েছে। এই অভিযানে দুই ভাই, কমল ঘোষ ও দিলীপ ঘোষকে ভেজাল পণ্য তৈরির অপরাধে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে ২০ লিটার ভেজাল ঘি, ২৬০ লিটার ভেজাল তরল দুধ, ভেজাল পণ্য তৈরির কাঁচামাল এবং একটি মেশিন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে আশাশুনি থানা সীমান্ত এলাকা ও ফিংড়ী ইউনিয়নে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ ও ঘি তৈরি করে আসছিলেন—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নেতৃত্ব দেন এসআই রুবেল আহমেদ। সঙ্গে ছিলেন এসআই পিন্টু লাল, এসআই মিথুন, এএসআই শিমুল পারভেজসহ ডিবির একটি টিম। পুরো অভিযানটি পরিচালিত হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায়।

আটককৃতরা প্রায় সাত বছর ধরে এই ভেজাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তারা বলেন, ‘৫০০ গ্রাম দুধে ৫০০ গ্রাম পাম অয়েল মেশানো হয়। পাশাপাশি সয়াবিন তেল ও এক ধরনের জেলিও ব্যবহার করেন তারা। প্রতিদিন ৩-৪শ লিটার দুধ এবং আধা মন ঘি উৎপাদন করে মিল্ক ভিটায় সরবরাহ করা হতো। ঘি বিক্রি হতো বিভিন্ন বাজারে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

এসএস/এসএন

Share this news on: