ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ফের স্মারকলিপি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশের দাবিতে ফের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (৬ এপ্রিল) শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে মোসাদ্দিক আলী ইবনে মুহম্মদ এই স্মারকলিপি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুপস্থিত থাকায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোকে নৈতিকতার ভিত্তিতে পুনর্গঠনের উদ্যোগে তারা আশাবাদী এবং প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেন।

তারা বলেন, “ডাকসু নির্বাচন এখন সময়ের দাবি। এটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র চর্চা, এবং দলীয় প্রভাবমুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে অপরিহার্য। ক্যাম্পাসে স্বতঃস্ফূর্ত ছাত্র নেতৃত্ব গঠনের জন্য ডাকসুর বিকল্প নেই।”

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তারা নিয়মতান্ত্রিকভাবে স্মারকলিপি, বিক্ষোভ এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছেন। এবারও সেই ধারাবাহিকতায় স্মারকলিপি দেওয়া হয়েছে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানে রক্ত ঝরার পরও বারবার যৌক্তিক দাবিতে আন্দোলন করতে হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসন যদি এবারও গড়িমসি করে, তাহলে আমাদের আর কঠোর কর্মসূচি ছাড়া বিকল্প থাকবে না।”

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করলেন জামিল ও মুন Apr 07, 2025
img
ক্রিকেট মাঠে ফিরে এলেন নাসির, নিষেধাজ্ঞার পর নতুন যাত্রা Apr 07, 2025
img
শাকিব আমাকে যোগ্য ভেবেছেন এ জন্য কৃতজ্ঞ : ইধিকা পাল Apr 07, 2025
img
মেসির অসাধারণ গোলেও জয় পেল না ইন্টার মায়ামি, ড্র হলো টরন্টো ম্যাচ Apr 07, 2025
img
৪ উইকেট নিয়ে আইপিএলের যে নিয়মকে কৃতিত্ব দিলেন সিরাজ Apr 07, 2025
img
মোহিত সুরি ও শ্রদ্ধা কাপুরের নতুন প্রোজেক্ট নেই Apr 07, 2025
যুক্তরাষ্ট্রের শুল্ক চিন্তার নয় বরং বিনিয়োগে সংস্কারের শুরু Apr 07, 2025
যেভাবে আট গ্রুপের পাচার অর্থ ফেরাবে সরকার Apr 07, 2025
ভারতের ‘ওয়াকফ’ বিলের সমালোচনা করে যা জানালেন আসিফ নজরুল Apr 07, 2025
img
গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ Apr 07, 2025