দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে প্রবাসী আয় ৩ বিলিয়ন (৩০০ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০০ কোটিরও বেশি ডলার, যা এক মাসে রেমিট্যান্সের দিক থেকে দেশের সর্বোচ্চ রেকর্ড।
এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে, যার পরিমাণ ছিল প্রায় ২৬৪ কোটি ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সের গতি ক্রমেই বেড়েছে।
- জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
- আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
- সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
- অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
- নভেম্বর: ২২০ কোটি ডলার
- ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
- জানুয়ারি: ২১৯ কোটি ডলার
- ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
- মার্চ: ৩০০+ কোটি ডলার
করোনা মহামারির সময় ২০২০ সালের জুলাইয়ে ২.৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে প্রবাসী আয়ের ধারা।
অর্থনীতিবিদদের মতে, এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রবাসীদের পাঠানো অর্থের প্রক্রিয়া সহজ ও আকর্ষণীয় রাখার পাশাপাশি বৈধ চ্যানেলের ব্যবহার বাড়াতে হবে।
এসএস/এসএন