দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডা’র কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা বলেন, এই শুল্কনীতি চলতে থাকলে বাংলাদেশের পণ্য প্রতিযোগিতা হারাবে এবং বিনিয়োগও কমে যাবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক, বিকেএমইএর শামীম এহসান, প্রানের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বিশিষ্ট অর্থনীতিবিদরা।
সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু পণ্যে ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। ফলে দেশি পণ্য এখন মার্কিন বাজারে পিছিয়ে পড়ছে।
“চীনের ওপর শুল্ক আরোপের সুযোগ আমরা নিতে চেয়েছিলাম। এখন আমাদের ওপরও চাপ আসছে। এতে বিনিয়োগে প্রভাব পড়বে।”
বৈঠকে সিদ্ধান্ত হয়, ট্রাম্প প্রশাসনকে তিন মাসের জন্য শুল্ক স্থগিত রাখার আহ্বান জানানো হবে। এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে চিঠি লিখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ কিছু মার্কিন পণ্যে শুল্কছাড়ের প্রস্তাব দেবে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দেরও উদ্যোগ নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে রপ্তানি ও বিনিয়োগ—উভয়ক্ষেত্রেই বড় ধস নামতে পারে।
এসএস/এসএন