‘কৃশ-৪’ এ থাকবে ভিন্নধর্মী চমক

ভারতের সবচেয়ে লম্বা সময় ধরে চলা সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি 'কৃশ'-এর নতুন অধ্যায় "কৃশ ৪"-এর বিষয়টি নিয়ে অবশেষে কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। প্রযোজনায় আছেন রাকেশ রোশন ও আদিত্য চোপড়া, আর এইবার প্রথমবারের মতো পরিচালনায় আসছেন হৃতিক রোশন নিজেই।

সম্প্রতি লিক হওয়া এক প্লট থেকে জানা গেছে, "কৃশ ৪"-এ থাকবে সময় পরিভ্রমণের গল্প। একটি প্রাচীন আর্টিফ্যাক্টের মাধ্যমে কৃশের হাতে সময় পরিবর্তন করার সুপারপাওয়ার আসবে, যার ফলে সে অতীত বদলে বর্তমান মুছে দিতে পারবে। তবে সময়ের পরিবর্তন ক্ষমতা নিয়ে আসবে এক নতুন ভয়ঙ্কর শত্রু, যিনি অতীত পরিবর্তন করে বর্তমান মুছে দিতে সক্ষম।

ফিল্মটির সম্ভাব্য কাস্টিং নিয়েও অনেক কথা হচ্ছে। শোনা যাচ্ছে, বিবেক ওবেরয় আবার ফিরতে পারেন কালের চরিত্রে। যদিও "কৃশ ৩"-এ তাঁর উপস্থিতি বেশ ম্লান ছিল এবং অনেকেই তার ভিলেন চরিত্রটিকে "বোরিং" বলে অভিহিত করেছেন। অন্যদিকে, নাসিরুদ্দিন শাহ্-ও ফিরে আসতে পারেন ড. আর্যা চরিত্রে, যার চরিত্র আগেই মারা গিয়েছিল।

এছাড়া, রেখা, প্রিয়াঙ্কা চোপড়া ও নোরা ফাতেহি বড় চরিত্রে উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা চলছে। টাইম ট্রাভেল প্লটের কারণে মৃত চরিত্রগুলোকে ফিরিয়ে আনার সম্ভাবনা থাকছে, যা দর্শকদের কাছে একটি বড় চমক হতে পারে।

ফ্যানদের মধ্যে নানা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। একপক্ষ তাদের উত্তেজনা প্রকাশ করলেও, অন্যপক্ষ সন্দিহান। বিশেষ করে, নোরা ফতেহি কি সত্যিই একটি সুপারহিরো ছবিতে মানানসই হবেন? অনেকেই মনে করছেন, এই বৈজ্ঞানিক ঘরানার ছবিতে তার উপস্থিতি কিছুটা “অবিশ্বাস্য” হতে পারে। আবার, ড. আর্যা চরিত্রটি কিভাবে ফিরবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। টাইম ট্রাভেল প্লটের কারণে মৃতদের ফিরিয়ে আনার সম্ভাবনা থাকায়, বিষয়টি কিছুটা রহস্যময় হয়ে দাঁড়িয়েছে।

হৃতিক রোশন পরিচালনায় আসছেন, এবং যদিও তাঁর পরিচালনায় কাজ করার বিষয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে, তবে ভিএফএক্স এবং সুপারহিরো ইউনিভার্সের ভার সামলানোর বিষয়ে কিছু সন্দেহও রয়েছে।

যদি এসব তথ্য সত্যি হয়, তাহলে "কৃশ ৪" হতে পারে একটি ধামাকাদার সিনেমা, যেখানে নস্টালজিয়া, সময়যাত্রা, সাই-ফাই এবং বলিউড মশলার এক দুর্দান্ত সংমিশ্রণ থাকবে। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজও রোদে পুড়বে ঢাকা, বৃষ্টির সম্ভাবনা নেই Apr 26, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফয়সালা হওয়ার আগে নির্বাচন নয়, বললেন সারোয়ার তুষার Apr 26, 2025
img
১৮ বছরেই পালিয়ে বিয়ে করেছিলাম, তাই আর নায়িকা হতে পারিনি: সমতা Apr 26, 2025
img
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দিল্লিতে ‘দুর্যোগপূর্ণ’ Apr 26, 2025
img
অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের পর হামলার শিকার সাংবাদিক Apr 26, 2025
img
ঐক্যবদ্ধ হলে ইসলামী দলগুলো জাতিকে দিতে পারবে কল্যাণময় রাষ্ট্র ও সরকার: মাওলানা আব্দুস সাত্তার Apr 26, 2025
img
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন Apr 26, 2025
img
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪ Apr 26, 2025
img
জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে রাজনীতি করলে কেয়ামত ঘটায়ে দেব: নুরুল হক নুর Apr 26, 2025
img
অভিনেতা না হলে কী হতেন বিক্রম? Apr 26, 2025