সম্প্রতি একটি নারী ক্ষমতায়নভিত্তিক প্যানেল আলোচনায় নিজের জীবনদর্শন শেয়ার করলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। জীবনের নানা বাঁক পেরিয়ে কীভাবে তিনি নতুনভাবে নিজের পরিচয় তৈরি করেছেন—তা উঠে এসেছে তার বক্তব্যে।
জেনেলিয়া বলেন, “আমরা সাফল্যকে অতিরিক্ত গুরুত্ব দিই, আর ব্যর্থতা নিয়ে অযথা চাপ নিই। আমি বিশ্বাস করি—দিনের শেষে আসল বিষয় হচ্ছে প্রভাব আর উদ্দেশ্য।”
১০ বছরের দীর্ঘ বিরতির পর রূপালি পর্দায় ফিরলেও সমালোচকদের অনেকেই তাঁর ফিরে আসা নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু সেই প্রত্যাবর্তন ছবিটি হয়ে ওঠে কাল্ট হিট। জেনেলিয়ার মতে, “মানুষ কী বলছে শুনে দিশেহারা হওয়ার কিছু নেই। নিজেকে বিশ্বাস করাটাই আসল।”
ক্যারিয়ার ব্রেক থেকে উদ্যোক্তা হওয়া পর্যন্ত
মাতৃত্ব ও পারিবারিক সময়কে প্রাধান্য দিতে ক্যারিয়ারে বিরতি নেন জেনেলিয়া। সেই সময়েই সুস্থ খাদ্যাভ্যাস এবং সচেতন অভিভাবকত্বের অনুপ্রেরণায় তিনি ও তার স্বামী রিতেশ দেশমুখ শুরু করেন Imagine Meats নামের একটি প্ল্যান্ট-বেসড ফুড ব্র্যান্ড।
এই ব্র্যান্ড বিশেষভাবে তৈরি তাঁদের জন্য, যারা মাঝে মাঝে মাংস খান, কিন্তু সুস্থ ও টেকসই বিকল্প খুঁজছেন।
জেনেলিয়া বলেন, “আমাদের সন্তান যেন সচেতন ও সক্ষম মানুষ হয়ে ওঠে, সেটাই ছিল আমাদের প্রাধান্য।”
একটি উদ্দেশ্যভিত্তিক জীবনের দৃষ্টান্ত
জেনেলিয়ার মতে,ফিরে আসা সম্ভব, যদি তাতে থাকে উদ্দেশ্য ও আবেগ।
ক্যারিয়ার ব্রেক মানেই শেষ নয়,তা হতে পারে নতুন একটি অধ্যায়ের শুরু।
পরিবার, মিশন এবং মেধার সমন্বয়ে গড়া জীবনই সবচেয়ে অর্থবহ।
তার যাত্রা প্রমাণ করে—সাফল্য মানে শুধু জনপ্রিয়তা নয়, বরং এমন এক জীবনযাপন যেখানে পরিবার, প্রকৃতি এবং নিজের লক্ষ্যকে সমান গুরুত্ব দেওয়া যায়।
এফপি/এসএন