১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ড পারভেজ ইমনের

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালালেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলে ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন। আর তাতে লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও এখন টাইগার এই ব্যাটারের দখলে।এত দিন রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম।

ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার মাঠে গড়িয়েছে নবম রাউন্ড। বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।
 
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং তোপে পড়ে শাইনপুকুর দল। মিনহাজুল আবেদিন দলের হয়ে করেন সর্বোচ্চ ৩৮ রান। পরবর্তীতে ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। মোসাদ্দেক শিকার করেন ৪ উইকেট, এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন রাকিবুল হাসান এবং রিপন মন্ডল।
 
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। শাইনপুকুরের বোলারদের একের পর এক করেন সীমানাছাড়া। মাত্র ১৫ বলে ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করেন ইমন। শেষ পর্যন্ত ৬ ওভার ৪ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ইমন অপরাজিত থাকেন ২৩ বলে ৬১ রান করে। ব্যাট হাতে তাণ্ডবের দিনে ৪টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া জিসান আলম করেন ১৭ বলে ১৭ রান। ১০ উইকেটের জয়ে টেবিল টপে বেশ ভালো ভাবে টিকে রইল হান্নান সরকারের দল।

এদিকে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। দলের হয়ে এদিন ব্যর্থ হন টপ অর্ডার ব্যাটাররা।পরে দলকে একাই টেনে তুলেন শামীম হোসেন, করেন ৬১ বলে ৮৯ রান। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস।

মোহামেডানের হয়ে বল হাতে রীতিমত ছড়ি ঘুরিয়েছেন এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম। এই দুই বোলার মিলে শিকার করেন ৭ উইকেট। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভারেই ৫ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। দলের হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় ৫৭ এবং মেহেদী হাসান মিরাজ করেন অপরাজিত ৬৭ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩ উইকেট সংগ্রহ করেন হাসান মাহমুদ।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের পরিবর্তে নতুন সংঘ গঠিত হতে পারে : বুলবুল Apr 07, 2025
img
প্রবেশপত্রে ভুল, প্রধান শিক্ষকের কক্ষে তালা Apr 07, 2025
img
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু Apr 07, 2025
img
পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র! Apr 07, 2025
img
‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত Apr 07, 2025
img
ঢাকা থেকে নবজাতক ‘চুরি’ করেন স্বামী, রাজবাড়ীতে শিশুসহ আটক স্ত্রী Apr 07, 2025
img
অনিশ্চয়তায় ১০ হাজার কোটির শিপমেন্ট Apr 07, 2025
img
জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকবে ৫৮ দিন Apr 07, 2025
img
‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’ Apr 07, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Apr 07, 2025