ঢাকা থেকে নবজাতক ‘চুরি’ করেন স্বামী, রাজবাড়ীতে শিশুসহ আটক স্ত্রী

রাজবাড়ীর পাংশায় চুরি করা দুই মাস বয়সী এক কন্যাশিশুসহ এক নারীকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।

শিশুসহ আটক ওই নারীকে পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। আটক নারীর নাম হালিমা আক্তার (২০)।অভিযুক্ত নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।
 
জানা যায়, বিকেলে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছিল। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুজন নারী তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে।

পাংশা থানা পুলিশ জানায়, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়—ঢাকা কমলাপুর রেলস্টেশনসংলগ্ন একটি বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল শিশুটি নিয়ে তার কাছে দিয়েছেন। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে তার নিজ এলাকা পাংশায় চলে আসে।
 
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড়-দুই মাস।

তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির প্রকৃত মা-বাবাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেওয়া হবে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ