ঢাকা ফেরার পথে বিএনপি নেতা বুলু অসুস্থ, কুমিল্লায় হাসপাতালে ভর্তি

কুমিল্লার লাকসামে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা ফেরার পথে এ ঘটনা ঘটে।

গত রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি।

পরে রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর বেসরকারি মুন হসপিটালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রাত পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

হাজী ইয়াছিন বলেন, বুলু ভাইয়ের শরীরে ইনফেকশন ধরা পড়েছে। তবে তিনি ভালো আছেন, চিকিৎসা চলছে। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। ঈদ উপলক্ষ্যে এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, যার ফলে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কুমিল্লার মুন হসপিটালেই তার চিকিৎসা চলবে। মেজর কোনো সমস্যা নেই। আমরা বুলু ভাইয়ের সুস্থতা কামনায় সবার দোয়া চাচ্ছি। 

আরএ

Share this news on: