ইসরায়েলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট ছুড়েছে হামাস, এতে অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাতে এই হামলার কথা নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। তারা জানিয়েছে, গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বর আক্রমণের জবাবে এই রকেট হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া ১০টি রকেট শনাক্ত করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়ে কিছু যানবাহনের ক্ষতি হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
এদিকে ইসরায়েলের লাগাতার বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনের জনসংযোগ কার্যালয় পরিস্থিতিকে "দমবন্ধকর" বলে বর্ণনা করেছে।

এই বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনের 'ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস' নামের একটি গোষ্ঠী বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। তাদের বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর সংঘটিত গণহত্যা ও অপরাধ তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হয়। এতে প্রায় ১ হাজার ১৪০ জন নিহত ও দুই শতাধিক মানুষ জিম্মি হয়েছিলেন। সেই ঘটনার পর ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা শুরু করে, যা এখনো চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, গাজার জনসংযোগ দপ্তরের হিসাবে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চুরি ও ছিনতাই হওয়া ২৫১ মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা Apr 18, 2025
img
ট্রাম্পের শুল্ক বহাল থাকলে জুনে ফোর্ড গাড়ির দাম বাড়তে পারে Apr 18, 2025
img
কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৫০ Apr 18, 2025
img
দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত Apr 18, 2025
img
ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা Apr 18, 2025
img
বিদ্যালয়ের পাশে মাদক সেবন করে মাতলামি করায় যুবককে কারাদণ্ড Apr 18, 2025
img
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয় Apr 18, 2025
img
নিজ বাড়ি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার Apr 18, 2025
img
পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ Apr 18, 2025
img
দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল Apr 18, 2025