একসময় ভারতীয় দলের সতীর্থ ছিলেন তারা। সেই কিংবদন্তি ক্রিকেটারদের আবার একসঙ্গে মাঠে খেলতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে ধোনি জানান, তিনি শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেহওয়াগ এবং যুবরাজ সিংকে আবারও একসঙ্গে মাঠে দেখতে চান।
পডকাস্টে ধোনি বলেন, “এভাবে কারও নাম বেছে নেওয়া সহজ নয়। তবে চাইব বীরু নামুক, শচীন-দাদাও নামুক। তারা ওপেনার। শচীন আর দাদার ওপেনিং জুটির প্রতি ভক্তদের আলাদা আবেগ আছে। কল্পনা করুন, যদি তারা আবার সেরা সময়ে মাঠে নামে—এটি হতে পারে সবচেয়ে চমৎকার দৃশ্য।”
ধোনির মতে, ক্রিকেট এমন একটি খেলা যেখানে উত্থান-পতন অনেক বেশি। তিনি আরও বলেন, যেহেতু সবাই তাঁদের খেলা দেখে বড় হয়েছে, তাই আলাদা করে কাউকে বেছে নেওয়া সত্যিই কঠিন।
এসএস/এসএন