দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালনের জন্য নির্মিত ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ রয়েছে, এই বিপুল ব্যয়ের কারণে রাষ্ট্রের ক্ষতি হয়েছে এবং অর্থ অপচয় হয়েছে।
দুদক জানিয়েছে, এই অনুসন্ধানে সাত সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। টিমের অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। এর আওতায় সারা দেশে ১০ হাজারেরও বেশি ম্যুরাল এবং ভাস্কর্য নির্মাণ করা হয়। তবে এই উদ্যোগে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার কারণে এখন সেই খরচকে অপ্রয়োজনীয় এবং অপচয় হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন স্থানে ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণের জন্য খরচ হয় ৮ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যুরালের ডিজাইন ও নির্মাণে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়, আর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে নির্মিত একটি ম্যুরালের জন্য ২০ লাখ টাকা খরচ হয়েছে। এসব প্রকল্পে কোনও পৃথক প্রক্রিয়া অনুসরণ না করেই সরকারি অর্থে স্থানীয় প্রশাসন এসব ভাস্কর্য এবং ম্যুরাল নির্মাণ করেছে।
এসএস/এসএন