মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, লাখ লাখ মানুষ রাজপথে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা, ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছেন ‘ট্রাম্পের পদত্যাগ চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’, এবং ‘আমাদের কোনো রাজা নেই’।

এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’। অধিকারকর্মীদের প্রায় দেড়শ গোষ্ঠী এতে অংশ নেয়। ওয়াশিংটন, নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, কলোরাডো, মিনেসোটা, ডেলাওয়ারসহ দেশের প্রধান শহরগুলোতে এক হাজার ৪০০টির বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের আয়োজকদের মধ্যে নাগরিক অধিকার সংস্থা, নারী অধিকার গোষ্ঠী, শ্রমিক সংগঠন এবং এলজিবিটিকিউ-প্লাস অধিকারকর্মীরা ছিলেন। তারা দাবি করেছেন, ট্রাম্পের প্রশাসনে বিলিয়নিয়ারদের দখলদারি ও দুর্নীতি বন্ধ করা, স্বাস্থ্যবিমা ও সামাজিক নিরাপত্তার কার্যক্রমে কাটছাঁট না করা, এবং অভিবাসী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ করা।

বিক্ষোভের কেন্দ্রস্থল ছিল ওয়াশিংটন ডিসি, যেখানে বিশাল জমায়েত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা সরকারের অস্বাভাবিক নীতির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেন, বিশেষত, ডিওজিই (ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এন্ড জাস্টিস) এবং ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া, লন্ডনেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, যেখানে বিক্ষোভকারীরা তাকে ইউরোপ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল ট্রাম্পের প্রশাসনের অর্থনৈতিক নীতি, অভিবাসন আইন, এবং ট্রান্সজেন্ডার ও অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বৈষম্য।

এসএস/এসএন

Share this news on: