টলিউডের সুলতান থেকে বলিউডের ‘খাকি’—জিৎ-এর জোরালো অভিষেক

জিৎ—টলিউডের ‘সুলতান’ নামে পরিচিত ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেতা নিজের ক্যারিয়ারে দুই দশকেরও বেশি সময় ধরে একের পর এক বাণিজ্যিক ও কনটেন্ট নির্ভর ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন। 'জোশ', 'আওয়ারা', 'দুই পৃথিবী' দিয়ে যেমন মেইনস্ট্রিম বিনোদন দিয়েছেন, তেমনি 'অসুর', 'রাবণ', 'মানুষ' ছবিতে ভিন্ন ধারার অভিনয় দিয়ে প্রমাণ করেছেন যে, তিনি কেবল হিরোইজমে আটকে নেই—তিনি একজন পারফর্মারও।

জিৎ কেবল অভিনেতাই নন, সফল প্রযোজকও। তার প্রযোজনা সংস্থা থেকে যেসব ছবি এসেছে, তা বক্স অফিসে যেমন ভালো করেছে, তেমনি গল্পেও নতুনত্ব এনেছে।

জিৎ এর হিন্দি অভিষেক ঘটেছে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ "খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার"-এর মাধ্যমে। যদিও এর আগে তার 'রাবণ' ছবির হিন্দি সংস্করণ জাতীয় পর্যায়ে মুক্তি পেয়েছিল, তবে বলিউডের মূলধারার প্রজেক্ট হিসেবে খাকি-ই তার প্রথম। এই অভিজ্ঞতা নিয়ে জিৎ নিজেই বলেন, “আমি তো হিন্দিভাষী, তাই হিন্দি প্রজেক্টে কাজ করতে চাইতাম সবসময়। এত বছর কেউ চিন্তাও করেনি, অবশেষে সেই সুযোগ এলো।”

তিনি আরও বলেন, “আমি হিন্দিতে ভাবি, বাংলায় কাজ করা বরং আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু বাংলার দর্শকরা যেভাবে আমাকে ভালোবেসেছে, সেটা আজীবনের পাওনা।”

জিৎ-এর এই উক্তি আসলে দেখিয়ে দেয়, নিজেকে প্রমাণ করার জন্য ভাষা নয়, দরকার একনিষ্ঠতা, পরিশ্রম আর অভিনয়ের প্রতি ভালোবাসা। তিনি যেভাবে টলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, তাতে সন্দেহ নেই—বলিউডেও তার পথচলা শুরুটা জোরালোই হলো।



এসএস/এসএন

Share this news on: