ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমান, যারা "গ্লোবাল স্ট্রাইক ফর গাজা" কর্মসূচিতে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের দুই দিন অনুপস্থিতির হুমকি দিয়েছিলেন, তিনি সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) রাতে তাহমিনা রহমান তার ফেসবুক পোস্টে বলেন, "আমি বুঝতে পারি যে আমার মন্তব্যের কারণে অনেক কষ্ট এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমি এর জন্য গভীরভাবে দুঃখিত।" তিনি আরও যোগ করেছেন যে, তার কথাগুলি ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তার প্রকৃত মনোভাব এমন ছিল না। তিনি বলেছেন, "আমি ফিলিস্তিন এবং গাজার জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং তাদের ন্যায়বিচারের দাবি মেনে চলি।"
এছাড়া, তিনি উল্লেখ করেছেন যে তার মন্তব্যটি কিছু শিক্ষার্থীর সঙ্গে করা কথোপকথন ছিল এবং তিনি সোশ্যাল মিডিয়ায় একটিভ না থাকার কারণে বিষয়টি ভুলভাবে বোঝেন। এই ঘটনায় তিনি তার শিক্ষার্থী, সহকর্মী এবং বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এর আগে, তাহমিনা রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ক্লাস বর্জন করার পর তিনি শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য হুমকি দেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে ওঠার সঙ্গে সমর্থন জানিয়ে "নো ওয়ার্ক, নো স্কুল" কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসএস/এসএন