প্রথমবারের মতো একসঙ্গে আলোচনায় বসলেন পিটার বাটলার ও বিদ্রোহী ফুটবলাররা

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও বিদ্রোহী নারী ফুটবলারদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান হতে যাচ্ছে কিনা—সেই প্রশ্নের কিছুটা উত্তর মিলেছে আজকের আলোচনায়। জানুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া অচলাবস্থার প্রায় আড়াই মাস পর অবশেষে দুই পক্ষ একসঙ্গে আলোচনায় বসে।

নারী এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে বাফুফে গতকাল থেকেই ক্যাম্প শুরু করেছে। কোচ বাটলারও ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন। তবে আজ সকালের নির্ধারিত জিম সেশনে তাকে বয়কট করা ফুটবলাররা অংশ নেননি। পরে আলোচনার টেবিলে প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে চলে কথাবার্তা।

আলোচনায় বাটলার বেশ কবার অভিযোগ তুলেছেন কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে, আবার তাদের আন্দোলনেরও সমালোচনা করেছেন। তবে একই সঙ্গে তিনি অতীত ভুলে যেতে ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন। ফুটবলাররাও অনেকটা নমনীয় মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে।

আন্দোলনকারী কয়েকজন ফুটবলার ইতোমধ্যে দেশের বাইরে (যেমন: ভুটান) চলে গেছেন এবং আরও কয়েকজন যাওয়ার পথে। তবে যাঁরা দেশে আছেন, তাঁদের মধ্যে অনেকেই এখন বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন—যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বাটলার মিডিয়ায় যেসব ফুটবলারের নাম প্রকাশ করেছিলেন, তাদের ফিরলে অনুশীলনে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন বলেও জানা গেছে ফুটবলারদের সূত্রে।

এই আলোচনা সংকট নিরসনের পথ খুলে দিলেও সম্পর্কের ভাঙন আদৌ পূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। এখন দেখার বিষয়—আগামীকাল অনুশীলন মাঠে সত্যিই দুই পক্ষ একসঙ্গে দেখা যায় কিনা।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুরমা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার Apr 18, 2025
img
পুরনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আবারো জুলাইতে ফিরে যাব : খান তালাত মাহমুদ রাফি Apr 18, 2025
img
আমি শাহরুখের থেকেও বেশি ব্যস্ত : অনুরাগ কাশ্যপ Apr 18, 2025
img
কর্ণফুলীতে আগুনে পুড়ল ৬ ঘর, দগ্ধ ৩ Apr 18, 2025
img
নিজস্ব স্বার্থে পরিচালিত হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি : উপ-প্রেসসচিব Apr 18, 2025
img
গাজা সফরকারীদের ভিসা তদন্তে সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র Apr 18, 2025
img
উইলিয়ামসনের চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার Apr 18, 2025
img
গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশিরাও Apr 18, 2025
img
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান Apr 18, 2025
img
মেঘনা গ্রুপের কাছে তিতাস গ্যাসের বকেয়া ৮৬২ কোটি টাকা Apr 18, 2025