ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এবং গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে মুখরিত করে তোলেন মসজিদের উত্তর পাদদেশ।
আজ বাদ জোহর, মসজিদের উত্তর গেটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। প্রথমে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ, যেখানে শীর্ষ ওলামা মাশায়েখ এবং জাতীয় নেতারা বক্তব্য দেন।
নামাজের পর, দুপুর ১টা ৩০ মিনিটে মুসল্লিরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে উত্তেজনা সৃষ্টি করেন এবং ফিলিস্তিনি পতাকা উড়িয়ে মসজিদ প্রাঙ্গণকে গর্জিত করে তোলেন। তাঁরা স্লোগান দেন ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’।
এদিন অনেক মুসল্লি স্বাভাবিক সময়ের তুলনায় বেশি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।
এসএস/এসএন