নিরাপত্তা ভেদ করে শ্রীলীলাকে ঘিরল জনতা!

নিরাপত্তারক্ষীদের সামনেই শ্রীলীলার হাত ধরে টেনে নিয়ে গেল জনতা! নায়িকাকে সামলাতে গিয়ে হিমশিম খেল প্রশাসন। গত কয়েক দিন ধরেই দার্জিলিঙে কার্তিক আরিয়ানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত নায়িকা। অনুরাগ বসুর আগামী ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। ঘটনার ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আউটডোর শুটিংয়ে অভিনেতারা কতটা নিরাপদ? ভিডিয়ো দেখে প্রশ্ন জেগেছে নেটাগরিকদের মনে।

রবিবার রাতের ঘটনা। সদলবলে শুটিং সারছিলেন অনুরাগ। ভিডিয়ো দেখে যা বোঝা গিয়েছে, তাতে কার্তিক-শ্রীলীলা একপ্রস্ত শুটিং সেরে সম্ভবত অন্যত্র যাচ্ছিলেন। শ্রীলীলা পোশাকের উপরে তোয়ালে জড়িয়ে নিয়েছিলেন। সামনে কিছুটা দূরত্ব রেখে হাঁটছিলেন ছবির নায়ক। পথের দু’পাশে জনতার ঢল। সেই ভিড়ের মধ্যে থেকে আচমকা এক ব্যক্তি নায়িকার হাত ধরে টান দেন। তার পর ভিড়ের মধ্যে মিশে যান তিনি। কাণ্ড দেখে হতচকিত নিরাপত্তারক্ষীরাও। যদিও নিমেষে তাঁরা বিষয়টি সামলে নেন। জনতার হাত থেকে উদ্ধার করেন শ্রীলীলাকে। কার্তিক কিছুটা এগিয়ে থাকায় পিছনে এত ঘটনা ঘটে গিয়েছে, টেরই পাননি!

বিষয়টি বুঝতে পারার পর তড়িঘ়ড়ি তিনি এগিয়ে যান নায়িকার দিকে। তত ক্ষণে শ্রীলীলাও জনতার কবলমুক্ত। দলের সঙ্গে গন্তব্যে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে। রুপোলি পর্দার নায়ক-নায়িকা সাধারণের চোখে স্বপ্নলোকের বাসিন্দা। তাঁদের কাছাকাছি পেলে তাই ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা জাগে অনেকের মনে। শ্রীলীলার সঙ্গেও কি তাই-ই ঘটেছে? বলিউডের অন্দরের গুঞ্জন, নায়ক-নায়িকার সাম্প্রতিক প্রেমের গুঞ্জন সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তার উপরে কার্তিক ‘ভুলভুলাইয়া ৩’-এর কল্যাণে সুপারহিট। তারই প্রভাবে সম্ভবত হাতের কাছে পেতেই নায়িকাকে ছুঁয়ে দেখতে চেয়েছে তারা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বড় ধাক্কা খেতে যাচ্ছেন আইফোন ব্যবহারকারীরা! Apr 11, 2025
img
আদালতে পাঠানো হলো আলোচিত সেই ‘ক্রিম আপাকে’ Apr 11, 2025
img
সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার Apr 11, 2025
img
নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর চেয়ে ডিসির চিঠি Apr 11, 2025
img
চাঁদপুরের চরে চালু হলো ভাসমান হাসপাতাল Apr 11, 2025
img
১০ বছরে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ Apr 11, 2025
img
এক বছরেই লন্ডন ছেড়েছেন ১১০০০ মিলিয়নিয়ার, কোথায় যাচ্ছেন তাঁরা Apr 11, 2025
img
আইপিএল বেছে নেওয়ায় পিএসএলে নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার Apr 11, 2025
img
মেট গালায় শাহরুখ! প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস গড়ার পথে কিং খান? Apr 11, 2025
img
আইনি লড়াই শেষে চূড়ান্ত বিচ্ছেদ শ্রাবন্তী-রোশানের Apr 11, 2025