পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট দেশের ক্রিকেটের কঠিন সময়ের মধ্যে জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের পাশে দাঁড়ানোর জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় দলের পারফরম্যান্সভিত্তিক মনোভাব গড়ে তোলা প্রয়োজন এবং সমালোচনা গঠনমূলক হতে হবে, যেন তা ব্যক্তিগত আক্রমণ না হয়।
বাট জানান, "এটা শুধু বাবর ও রিজওয়ানের বিষয় নয়, বিশ্বজুড়ে যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এই মনোভাব থাকা উচিত।" তিনি বলেন, "জাতীয় দল একটি পারফরম্যান্সভিত্তিক জায়গা। যারা ভালো পারফর্ম করবে, তাদের প্রশংসা হবে, আর যারা পারবে না, তাদের সমালোচনার মুখোমুখি হতে হবে।" তবে তিনি এই সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে উল্লেখ করেন, যেন কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে আক্রমণ না করা হয়।
তিনি বাবর ও রিজওয়ানের পাকিস্তান ক্রিকেটে উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করে বলেন, "তাদের ক্রমাগত উন্নতি প্রয়োজন এবং খেলোয়াড়দের নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করতে হবে।"
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকে পাকিস্তান বাদ পড়ার পর রিজওয়ান ও বাবর আজমকে সমালোচনার মুখে পড়তে হয়, বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর।
এসএস/এসএন