বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের নাম সম্প্রতি আলোচনায় এসেছে। বিপিএলে কাজ করার সুবাদে বাংলাদেশি পেসারদের বেশ ভালোভাবে চেনেন তিনি, আর তার কোচিং পদ্ধতির ওপর সবার নজরও রয়েছে। তবে, জাতীয় দলে যুক্ত হওয়া নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) করাচি কিংস টেইটকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এখানে তিনি রবি বোপারার ডেপুটি হিসেবে পেস বোলিং বিভাগ সামাল দেবেন। এতে লিটন দাসের সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু লিটন করাচি কিংসে খেলতে পাকিস্তান যাচ্ছেন।
টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ব্রেট লি’র ইনজুরির কারণে তিনি বিশ্বকাপে বিকল্প হিসেবে দলে জায়গা পান। যদিও ইনজুরির কারণে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি, তবে ২০২১ সাল থেকে কোচিংয়ে এসে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং এবারের বিপিএলে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এবার পিএসএল-এ তার কোচিং অভিজ্ঞতা নতুন ভাবে দেখার সুযোগ পাচ্ছেন লিটন দাস, যিনি টেইটের কাছ থেকে কোচিংয়ের নতুন দিকগুলো শিখতে পারবেন।
এসএস/এসএন