ক্যারিয়ারের দুরবস্থা, এবার ভক্তদের মতামত চাইলেন সালমান খান

সময়টা ভালো যাচ্ছে না বলিউড মেগাস্টার সালমান খানের। একের পর এক সিনেমা ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। দর্শকদের মাঝেও ফেলতে পারছে না সাড়া। অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পাশাপাশি দর্শক-সমালোচকদের কাছেও পাচ্ছে দুয়োধ্বনি।নেটিজেনদের দাবি, ক্যারিয়ার শেষের দিকে সালমান খানের। তার চিরাচরিত সোয়াগ আর প্রভাব ফেলতে পারছে না বলেই দাবি তুলছেন অনেকে।
 
এদিকে ব্যর্থতার পাল্লা দিনের পর দিন ভারী হওয়ায় আপাতত নিজের ভবিষ্যৎ প্রকল্পগুলি বুঝেশুনে করতে যাচ্ছেন ‘টাইগার’ সালমান। ভারতীয় গণমাধ্যমসূত্রে এমনটাই জানা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন ‍অনুসারে, গত ৫ এপ্রিল একদল ভক্তের সঙ্গে দেখা করেন সালমান। সেখানে উঠে আসে তার সাম্প্রতিক কাজ, ক্যারিয়ারের দিশা এবং আগামী পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা।
রিপোর্ট অনুসারে, সালমান এখন ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চান, জানতে চান তাকে নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা। একেবারে খোলামেলা আড্ডার মধ্যে দিয়ে এই কথোপকথনের প্ল্যাটফরম তৈরি করতে চাইছেন তিনি।

আর সেই বৈঠকে ‘সিকান্দার’ নিয়ে ভক্তরা খোলামেলা মতামত দিয়েছেন। জানিয়েছেন এই সিনেমা থেকে কী কী মিসিং মনে হয়েছে তাদের। সালমানও জানান, এই ভালোবাসা ও উদ্বেগ তার মনে গভীর দাগ কেটেছে। তিনি চান এমন কাজ করতে, যা সত্যিই তার দর্শকদের খুশি করে।
 
বর্তমানে ভাইজানের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।সঞ্জয় দত্তের সঙ্গে ‘গঙ্গা রাম’, ‘কিক’-এর সিক্যুয়াল এবং পরিচালক অ্যাটলির সঙ্গে সম্ভাব্য একটি নতুন সিনেমা- সবই আলোচনার কেন্দ্রে। সেই বৈঠক সূত্রে জানা যায়, যেসব প্রজেক্টে সালমান ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন, সেগুলি থেকে তিনি কোনোভাবেই সরে যাচ্ছেন না। তবে তার পরবর্তী কাজগুলো নিয়ে তিনি ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন। সালমান নাকি জানিয়েছেন, তিনি এমন সিনেমা করতে চান, যা তার ব্যক্তিত্বর সঙ্গে মানানসই এবং যেসব গল্প তিনি নিজেও ভালোবাসবেন। তার পরই তা দর্শকের সঙ্গে শেয়ার করতে চান তিনি।
 
দুই বছর পর ঈদে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদ রিলিজ ‘সিকান্দার’-এর হাত ধরে নিজের দুরবস্থা কাটানোর প্রত্যাশা ছিল অভিনেতার। কিন্তু ব্যর্থতার মুকুটে আরো একটি পালক যোগ হলো। আট দিনে ১০০ কোটি আয় তুলতে পেরেছে ‘সিকান্দার’, যা ঈদের বক্স অফিসে তুলনামূলকভাবে কম। সেই সঙ্গে সালমান খানের সঙ্গেও বেমানান। বক্স অফিসে ধীরে চলার পাশাপাশি নেতিবাচক মন্তব্যের মুখোমুখি সালমান খান। কটাক্ষের বানে জর্জরিত হচ্ছেন। তাই নিজেকে বদলে নিয়ে নতুন পরিসরেই আবার পর্দায় ফিরতে চান ভাইজান।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শুল্ক প্রত্যাহারে বিদেশি সরকারকে মোটা অঙ্কের অর্থ দিতে হবে: ট্রাম্প Apr 08, 2025
দেশী উদ্যোক্তাদের জন্য এক মিলিয়ন ডলার ঘোষণা করেছে ইনসেপ্টা Apr 08, 2025
স্যামসাংয়ের ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগ কেন দেশ থেকে চলে গিয়েছিল? Apr 08, 2025
চিঠিতে ট্রাম্পকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Apr 08, 2025
মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, চলাচলে সতর্কতা জারি Apr 08, 2025
আগামী নির্বাচনি প্রচারণার বিষয়ে যা বললেন ইসি Apr 08, 2025
ট্রাম্প বি'রোধী বিক্ষোভকে সমর্থন জানিয়েছে কমালা হ্যারিস Apr 08, 2025
পরীমণির ঘটনায় ক্ষোভ উগরে দিলেন শেখ সাদী Apr 08, 2025
img
একাকীত্ব নয়, আত্মবিশ্বাসে আলোকিত বলিউডের যে চার নারীর জীবন Apr 08, 2025
img
শ্রদ্ধা কাপুরকে নিয়ে অমর কৌশিকের মন্তব্য, নেটদুনিয়ায় বিতর্কের ঝড় Apr 08, 2025