শুল্ক প্রত্যাহারে বিদেশি সরকারকে মোটা অঙ্কের অর্থ দিতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরোপিত শুল্ক প্রত্যাহার করতে চাইলে বিভিন্ন দেশের সরকারকে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ককে তিনি ওষুধ হিসেবে উল্লেখ করেন। খবর রয়টার্স

রোববার (৬ এপ্রিল) এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ইঙ্গিত দেন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে যে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে, তাতে তার কিছু আসে যায় না।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না কোনো কিছুতে ধস নামুক। তবে মাঝেমধ্যে কিছু জিনিস ঠিক করার জন্য আপনাকে ওষুধ নিতে হয়।’

ট্রাম্পের শুল্ক আরোপকে কেন্দ্র করে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী আর্থিক বাজার আরও অস্থির হয়ে উঠেছে। এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে দ্রুত দরপতনের চিত্র দেখা যায়। নিম্নমুখী ছিল মার্কিন শেয়ারবাজারের অবস্থাও। বিনিয়োগকারীদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক আরোপের কারণে দাম বেড়ে যাওয়া, চাহিদা কমা, আস্থা কমে যাওয়া এবং বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পারে।

ট্রাম্প বলেন, তিনি সপ্তাহান্তে ইউরোপ ও এশিয়ার নেতাদের সঙ্গে কথা বলেছেন। এসব নেতা শুল্ক কমানোর জন্য তাকে রাজি করানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, তারা আলোচনা করতে চান। তবে আমাদের বছরভিত্তিক প্রচুর অর্থ পরিশোধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না।

গত সপ্তাহে ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দিলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়। এর প্রতিক্রিয়ায় চীন পাল্টা শুল্ক আরোপ করে। এমন অবস্থায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ ও মন্দা দেখা দেওয়া আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, গত বুধবারের ঘোষণার পর থেকে ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Apr 08, 2025
img
ইসরায়েলকে এআই সহায়তার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী Apr 08, 2025
img
হে আল্লাহ, আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন: ওমর সানী Apr 08, 2025
img
শুল্ক কমানোর অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের Apr 08, 2025
img
যুক্তরাষ্ট্রে ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, তালিকায় আছে ৫ বাংলাদেশি Apr 08, 2025
img
সৃজিতের নতুন ছবিতে আলেকজান্দ্রা? ঝলমলে সন্ধ্যায় জল্পনা তুঙ্গে Apr 08, 2025
img
অহংকার নয়, নম্রতা ও আন্তরিকতাই ঐশ্বরিয়ার আসল পরিচয় Apr 08, 2025
img
অংশীদারিত্ব চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসছে বাংলাদেশ-ইইউ Apr 08, 2025
img
কিশোরগঞ্জে ভাইদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতার Apr 08, 2025
কেমন আছে নিজের পরিবার? জানাচ্ছেন ফিলিস্তিনি শিক্ষার্থী Apr 08, 2025