সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে ‘ভাঁড়’ বললেন গিলেস্পি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই পাকিস্তান ছিটকে যায়। এরপর দলটির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় জেসন গিলেস্পিকে। তবে ম্যান ইন গ্রিনদের প্রধান কোচ হিসেবে তার যাত্রাটা যেমন দীর্ঘ হয়নি তেমন সুখকরও হয়নি। ২০২৪ সালের এপ্রিলে দায়িত্ব নিয়ে ডিসেম্বরেই ছাড়তে হয়েছে সাবেক এই অজি ক্রিকেটারকে। বাজে এই অভিজ্ঞতার পর নাকি তিনি কোচিংয়ের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলেছেন।

সম্প্রতি এক পডকাস্টে গিলেস্পি কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ হিসেবে তার বাজে অভিজ্ঞতা নিয়ে। তিনি বলেন, ‘পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে তেতো করে তুলেছে। আমি এ কথা অকপটেই বলি। যেভাবে সবকিছু শেষ হলো, সেটা আমাকে খুবই হতাশ করেছে। আমাকে ভাবতে বাধ্য করেছে, আমি আদৌ পূর্ণকালীন কোচ হতে চাই কি না।’

এমনকি অস্ট্রেলিয়া কোচ হওয়ার প্রস্তাব দিলেও তিনি আগ্রহী হবেন না বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত নই আমি পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহী কি না। অস্ট্রেলিয়া ডাকলেও ‘‘না’’, আমি আগ্রহী নই।’

এদিকে গিলেপ্সি পদত্যাগ করার পর থেকে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন আকিভ জাভেদ। তবে গিলেস্পির বাজে অভিজ্ঞতার পেছনে আকিভও যুক্ত আছেন বলেই জানিয়েছেন গিলেস্পি।

আকিভকে ভাঁড় উল্লেখ করে গিলেস্পি বলেন, ‘সে একটা ভাঁড় ছিল। অভ্যন্তরীণ রাজনীতি আর দলগত ঐক্যের অভাব কোচিং করানোটাকে অসহনীয় করে তুলেছিল।’

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ