সৃজিতের নতুন ছবিতে আলেকজান্দ্রা? ঝলমলে সন্ধ্যায় জল্পনা তুঙ্গে

পরিচালনার ১৫ বছর পূর্ণ করলেন সৃজিত মুখোপাধ্যায়। এই দীর্ঘ পথচলার উৎসবে প্রযোজনা সংস্থা এসভিএফ আয়োজন করেছিল এক আলোকোজ্জ্বল সন্ধ্যার। তারকার ভিড়ে যকে ঘিরে সবথেকে বেশি কানাঘুষো—তিনি বিদেশি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর।

‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের পর থেকেই তিনি টলিউডে পরিচিত মুখ। আর সৃজিতের অনুষ্ঠানে তার উপস্থিতি ঘিরেই জল্পনা। তবে কি এবার সৃজিতের পরবর্তী ছবির মুখ হতে চলেছেন আলেকজান্দ্রা?

এই প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্দ্রা বলেন, “ছবি সই না করা পর্যন্ত কিছুই বলব না।” তবে তার কণ্ঠে ছিল একরাশ প্রত্যাশা। নিজেই ইঙ্গিত দিয়ে বলেন, “আমার আশা তেমনই কিছু ঘটতে চলেছে। বিষয়টি নিশ্চিত করতে পারবেন শুধুই সৃজিত।”

অর্থাৎ স্পষ্টতই কিছু না বললেও, পুরোপুরি অস্বীকারও করলেন না তিনি।

আলেকজান্দ্রা অবশ্য নতুন নন বাংলা ছবির দর্শকের কাছে। ইতিমধ্যেই কাজ করেছেন 'ওগো বিদেশিনী', 'বাঘা যতীন', এবং 'বাবুসোনা'-র মতো চলচ্চিত্রে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার টান বরাবরের।

সেই রাতে কৌশানী মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, ইশা সাহা, সোহিনী সরকারদের সঙ্গে তার হাসি-আড্ডা বেশ চোখে পড়ার মতো ছিল। তা থেকেই আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি সৃজিতের বহু প্রতীক্ষিত ‘কিলবিল সোসাইটি’-এর দ্বিতীয় অধ্যায়ে দেখা যাবে তাকে?

যদিও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এ বিষয়ে এখনও মুখ খোলেননি, আলেকজান্দ্রা জানিয়েছেন, “পরিচালকের সঙ্গে আমার আলাপ একেবারেই নতুন নয়। তার পরিচালনায় কাজ করার আগ্রহ বহুদিনের।”

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রে আন্তর্জাতিক মুখের চাহিদা ক্রমেই বাড়ছে। আলেকজান্দ্রাও জানালেন, “আমি সব বড় পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি।”

সব মিলিয়ে এখন শুধু অপেক্ষা, সৃজিতের সেই কাঙ্ক্ষিত ঘোষণার। হয়তো খুব শীঘ্রই টলিউড পাবে এক নতুন জুটি, সৃজিত ও আলেকজান্দ্রার। দর্শকের জন্য তা নিঃসন্দেহে এক বড় চমক হয়ে উঠবে।

এসএম

Share this news on: