ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয় : অনুরাধা

কলকাতার এক বিশেষ জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, যিনি তার অভিনয়ের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে চলচ্চিত্রে দর্শকদের হৃদয় জয় করেছেন। সবসময় স্পষ্টভাষী এই অভিনেত্রী মনের কথা সরলভাবে প্রকাশ করতে ভালবাসেন।

এবার যৌনতা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন। জানালেন, ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। একটি স্টোরি শেয়ার করে অনুরাধা লিখেছেন, “মানুষ ভাবে, ঘনিষ্ঠতা মানেই তার সঙ্গে যৌনমিলনের যোগসূত্র রয়েছে।

কিন্তু ঘনিষ্ঠতার সঙ্গে সত্যের যোগ রয়েছে। যখন কেউ অন্যকে তার সত্য বলার উপলব্ধি করে, যখন কেউ অন্যের সামনে খোলাখুলি দাঁড়ানোর পর উল্টো দিক থেকে উত্তর আসে যে ‘তুমি আমার কাছে সুরক্ষিত রয়েছ’— সেটাই আসলে ঘনিষ্ঠতা।”

সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারেও প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, যৌনতা নিয়ে কথা বলেন অভিনেত্রী। সেখানে বলেন, ‘যৌনমিলন তো এখন ভালবেসে পোশাক কেনার সমতুল্য হয়ে গিয়েছে! কাউকে পছন্দ হল। তার পর শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হল।’ এরই সঙ্গে পাল্টা যুক্তিও তুলে ধরলেন অনুরাধা। বললেন, ‘কিন্তু একটা সময় পর শারীরিক আকর্ষণ তো কমে যায়। তখন দেখা যায় যে, মানুষটার সঙ্গে হয়তো মনের মিলই নেই।’

গত এক বছরে টলিউডে একাধিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে।
এ প্রসঙ্গে অনুরাধা বলেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়েও সমাজমাধ্যমে যে কী হচ্ছে, তা তো দেখতেই পাচ্ছি আমরা! সম্পর্কগুলোই যেন আগাছার মতো হয়ে গিয়েছে। গজিয়ে উঠল। তার পর মনে হল, কেটে দিলাম!’

বর্তমানে অনুরাধার হাতে রয়েছে একগুচ্ছ সিরিয়ালের কাজ। তাকে দেখা যাচ্ছে ‘তুমি আমার হিরো’ নামের একটি ধারাবাহিকে। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’ ।

আরএ/এসএন


Share this news on: