হাসির ঘূর্ণি ফিরছে! শুরু হল ‘হেরা ফেরি ৩’-এর শুটিং

বহু বছর পর, আবারও হাসির তুফান আসতে চলেছে। দর্শকদের জন্য সুখবর, অবশেষে শুরু হয়ে গেল ‘হেরা ফেরি ৩’-এর শুটিং! বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম এই সিরিজে একসাথে ফিরছেন রাজু, শ্যাম এবং বাবু রাও—হ্যাঁ, ঠিক শুনেছেন! অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল ফিরছেন সেই পুরনো হাস্যকর চরিত্রগুলো নিয়ে, আবারও তাদের নিয়ে হাসির তুফান তুলতে।

বুধবার মুম্বইয়ে শুরু হওয়া শুটিংয়ের প্রথম দিনেই উপস্থিত ছিলেন এই ত্রয়ী—অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। তাদের উপস্থিতি দেখে কমেডির মুগ্ধ দর্শকরা বুঝতে পেরেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এবার সত্যিই আসছে সেই মজাদার মুহূর্তগুলো, যেগুলি বিখ্যাত হয়ে আছে "হেরা ফেরি" সিরিজের নামেই।

শুটিং শুরু হলেও ছবির পরবর্তী প্ল্যান-
আগে পরিচালক প্রিয়দর্শন জানিয়েছিলেন, ছবির চিত্রনাট্যের কাজ শুরু হবে আগামী বছর। কিন্তু তা সত্ত্বেও, পুরো টিম ইতিমধ্যেই ছবির কাজ শুরু করেছে। অর্থাৎ, ছবির শুটিং এখনই শুরু হওয়া এবং চলতি বছরের মধ্যে আরো বড় উন্নতি দেখা যাবে।

হাস্যরসের প্রতিশ্রুতি-
এটা নিশ্চিত যে, ‘হেরা ফেরি ৩’ দর্শকদের জন্য একেবারে ভিন্ন ধরনের মজার মুহূর্ত নিয়ে আসবে। 2000-এর দশকের শেষ দিকে ‘হেরা ফেরি’ এবং ‘ফের Hera Pheri’ মুক্তি পাওয়ার পর থেকে, এই সিরিজটি দর্শকদের মধ্যে এক ধরনের ক্লাসিক কমেডি ফিল্ম হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এবার এই ত্রয়ী আবার ফিরছে, এবং তাদের হাস্যকর স্টাইল ও অভিনয় আবারও চমকে দিবে।

অন্যদিকে, কৌতুকের পাশাপাশি, ‘হেরা ফেরি ৩’ যে নস্টালজিয়ার জোয়ার নিয়ে আসবে, তা বলাই যায়। দর্শকরা ফের একবার তাদের প্রিয় হাস্যকর চরিত্রদের দেখতে পাবে, যারা নিজেদের বিপদে পড়ে থাকে, আর তাদের কর্মকাণ্ডে সেই অপ্রত্যাশিত হাস্যরস মিশে যায়।

দর্শকদের জন্য অপেক্ষা-
হাস্যরসের পাগল করা মুহূর্তগুলো ফের একবার উপভোগ করতে মুখিয়ে আছেন দর্শকরা। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের এই সিরিজের জন্য তীব্র আগ্রহ প্রকাশ করছেন। হ্যাঁ, ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শুরু হওয়ার সাথে সাথে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতেও উত্তেজনা বেড়ে গেছে। এটি যে একেবারে নতুন হাসির দুনিয়া তৈরি করতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।

মজার ব্যাপার হল, ছবির নির্মাণের জন্য বর্তমান সময়ের প্রত্যেকটা অভিনেতা এবং নির্মাতার চেষ্টা তো একদম অন্যরকম। প্রত্যাশিত চিত্রনাট্য, নতুন হাস্যরস, এবং আরো একাধিক দিক থেকে টিমটির কাজ কতটা সফল হবে, তা জানার জন্য দর্শকরা অপেক্ষা করছে।

তাহলে, অপেক্ষা আর দীর্ঘ নয়—‘হেরা ফেরি ৩’ আবারো হাসির রাজত্ব কায়েম করতে আসছে বড়পর্দায়!

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৮ হাজার মিটারের সবগুলো পর্বত জয়ের স্বপ্ন বাবর আলীর Apr 17, 2025
img
আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান Apr 17, 2025
img
এবার রিয়ালের রূপকথা নয়, ১৬ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল Apr 17, 2025
img
বৈছাআ সিলেটের আহ্বায়ক আকতারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সালমান Apr 17, 2025
img
কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-সন্তানসহ আহত ৩ Apr 17, 2025
img
চিনের কোর্টেই বল: শুল্ক সংঘাতে সমঝোতার দায় দিল ট্রাম্প প্রশাসন Apr 17, 2025
img
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের আহ্বান Apr 17, 2025
img
বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি Apr 17, 2025
img
‘সাকিবের আওয়ামী লীগে যোগদান ভুল নয়, বিশ্বাসঘাতকা’ Apr 17, 2025
img
মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা Apr 17, 2025