তামিল সিনেমার রাজত্ব মানেই রাজিনীকান্ত, কামাল হাসান, অজিথ কুমার, সূরিয়ার নাম সবার আগে আসে।
কিন্তু ২০২৫ সাল যেন অন্য ইতিহাস লিখছে!
কারণ এই মুহূর্তে সবচেয়ে ধনী তামিল সুপারস্টারের তাজ মাথায় তুলে নিয়েছেন থালাপতি বিজয়! 👑
Forbes India 2025 ও সাম্প্রতিক ইন্ডাস্ট্রি রিপোর্ট বলছে, থালাপতি বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ₹৪৭৪ কোটি!
আর এটাই তাঁকে পৌঁছে দিয়েছে তামিল সিনেমার ইতিহাসের সবচেয়ে ধনী অভিনেতার আসনে।
শুধু তাই নয়, গোটা ভারতবর্ষে পারিশ্রমিকের দিক থেকেও তিনি আছেন দ্বিতীয় স্থানে, একমাত্র শাহরুখ খানের নিচেই!
'জননায়গন' ছবি হতে চলেছে থালাপতির অভিনয়জীবনের শেষ ফিল্ম। এরপর তাঁর পরবর্তী ধাপ—রাজনীতি।
তামিলনাড়ুতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন—“থালাপতি সিএম হবেন!”
এদিকে একঝলকে দেখে নেওয়া যাক, বাকিরা এখন কোন অবস্থানে—
• রজনীকান্ত – ₹৪৩০ কোটি সম্পদ, 'ভেট্টাইয়ান'-এর জন্য পারিশ্রমিক পেয়েছেন ₹১২৫ কোটি!
• সূরিয়া – ₹৩৫০ কোটি সম্পদ, নিজের প্রোডাকশন হাউস ও বিলাসবহুল সম্পত্তির মালিক।
• অজিথ কুমার – ₹১৯৬ কোটি সম্পদ, 'থুনিভু' ও 'ভিডামুয়ারচি' করেছেন সম্প্রতি।
• কামাল হাসান – ₹১৫০ কোটি সম্পদ, কাজ করছেন মণি রত্নমের সঙ্গে 'ঠগ লাইফ'-এ।
তাহলে প্রশ্ন একটাই—থালাপতি বিজয় এত এগিয়ে গেলেন কীভাবে?
কারণ একাধিক:
🔹 একের পর এক ব্লকবাস্টার ছবি
🔹 উচ্চমূল্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট
🔹 বুদ্ধিমতী রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট
🔹 প্রতি সিনেমায় ১০০ কোটির বেশি পারিশ্রমিক
🔹 রাজনীতিতে কৌশলী ও স্ট্র্যাটেজিক প্রবেশ
এই কারণগুলোই তাঁকে শুধু পর্দায় নয়, আর্থিক দিক থেকেও সুপারস্টার বানিয়েছে।
শেষ কথা:
যেখানে রাজিনীকান্ত আর কামাল হাসান তামিল সিনেমার ভিত গড়েছিলেন,
থালাপতি বিজয় এখন সেই সাম্রাজ্য পরিচালনা করছেন—সিনেমা, অর্থ আর রাজনীতির মঞ্চে একসঙ্গে।
তিনি এখন শুধু একজন অভিনেতা নন,
এক নতুন যুগের নেতৃত্ব দেওয়া তারকা!
এসএন